কুষ্টিয়া প্রতিনিধি: বিশ্ব মেধাসম্পদ দিবসকে কেন্দ্র করে কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক বিশেষ কর্মশালা। জাতিসংঘ কতৃক স্বীকৃত এই দিবস পৃথিবীর সকল বুদ্ধিবৃত্তিক চর্চা করা মানুষ এবং সংস্থার জন্য বিশেষ গুরুত্ব বহন করে।
গতকাল ৩০/০৪/২০২৫ ইং তারিখে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের “Institutional Quality Assurance Cell(IQAC)” এর তত্ত্বাবধানে “Intellectual Property Rights Development in Bangladesh” শীর্ষক কর্মশালাটি অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এতে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকবৃন্দ।
কর্মশালায় বক্তারা উপস্থাপন করেন গবেষণা বা বুদ্ধিবৃত্তিক চর্চায় মেধাস্বত্ব সংরক্ষণ, গবেষণায় এর প্রয়োগ, ভিত্তি এবং কিভাবে উচ্চশিক্ষা এবং মানবসম্পদ উন্নয়নে এটি বিশেষ ভূমিকা রাখতে পারে।
এছাড়া কর্মাশালায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কিভাবে বাংলাদেশের উচ্চশিক্ষায় কর্মরত শিক্ষক ও গবেষকদের সংশ্লিষ্ট বিষয়ে সহায়তা করছে তার রুপরেখা উপস্থাপন করা হয়। যেখানে বৈশ্বিক উন্নয়নের সাথে এর সামঞ্জস্যপূর্ণ অবস্থান বিশেষভাবে উল্লেখ করা হয়।
রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের “Institutional Quality Assurance Cell(IQAC)” এর পরিচালক অধ্যাপক ড. মো: শহিদুর রহমানের সভাপতিত্বে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মান্যবর উপাচার্য অধ্যাপক ড. মো: শাহজাহান আলী, মূখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অতিরিক্ত পরিচালক জনাব আকরাম আলী খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এডভাইজর অধ্যাপক ড. আ ন ম রেজাউল করিম।
কর্মশালার শুরুতে এর সাফল্য কামনা করে আমেরিকা থেকে অনলাইনে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সম্মানিত ভাইস চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মো: জহুরুল ইসলাম।
সভা সঞ্চালনা করেন “Institutional Quality Assurance Cell(IQAC)” এর সহ পরিচালক অধ্যাপক নূর উদ্দীন আহমেদ।অতিথিবৃন্দ আসন গ্রহণ করার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নারী শিক্ষকবৃন্দ ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেন। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইইই বিভাগের শিক্ষক মো: নুরুল ইসলাম।
সার্বিকভাবে সহায়তা করেন কর্মশালা আয়োজক কমিটির আহবায়ক এস. এম. হাসিবুর রশিদ তামিম, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, সদস্য জনাব সাব্বির সুমন, প্রভাষক, ইংরেজি বিভাগ এবং জনাব প্রদীপ সাহা, প্রভাষক, চারুকলা বিভাগ।
Leave a Reply