গোলাম মর্তুজা, পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে।
১লা মে বৃহস্পতিবার সকাল ১০টায় পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বিশাল র্যালী
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজের নেতৃত্বে
স্টেডিয়াম থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ ,
সহকারী কমিশনার (ভুমি) বেলায়েত হোসেন, থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান,
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল, বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, আব্দুর রব বুলু,
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু তাহের প্রমুখ।
এছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ বক্তব্য রাখেন।
Leave a Reply