রফিকুল ইসলাম সিরাজী, কক্সবাজার প্রতিনিধি: ১মে, রাত ১২.০৫ থেকে রাত ২.১৫ টা পর্যন্ত উপজেলা বাজার সংলগ্ন স্থানে মৃত গরুর মাংস বিক্রিনর দায়ে উপজেলা প্রশাসন,কক্সবাজার সদর কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।
কক্সবাজার সদর উপজেলা কাচা বাজার সংলগ্ন স্থানে গরুর মাংস ব্যবসায়ী কর্তৃক মৃত গরুর মাংস বিক্রির অভিযোগ প্রাপ্তির সাথে সাথেই উক্ত স্থানে উপস্থিত হয়ে দেখা যায় যে গরুর মাংস হতে দুর্গন্ধ ছড়াচ্ছে।
লাইভস্টক এক্সটেনশন অফিসার কর্তৃক অধিকতর পরীক্ষান্তে অভিযোগের সত্যতা পাওয়া যায় যে উক্ত গরুর মাংস খাওয়ার অনুপযোগী।
তৎপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ অনুযায়ী ৩৫০০০/- টাকা জরিমানা আদায় করা হয়। স্থায়ীভাবে উক্ত মাংসের দোকানটি তাৎক্ষনিকভাবে উপস্থিত জনসাধারনের সহায়তায় উচ্ছেদ করা হয় এবং উক্ত মৃত গরুর মাংসগুলো পরিবেশবান্ধব উপায়ে প্বার্শবর্তী খোলা জায়গায় ৩ ফিট মাটির গর্তে পুতে রাখা হয়।
এছাড়াও ফুটপাতের উপর অবৈধভবে মুদি দোকান সম্প্রসারনের দায়ে পাশ্ববর্তী মেসার্স নাসিরউদ্দিন স্টোরকে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ অনুযায়ী ৭০০০/-টাকা জরিমানা আদায় করা হয়।
অসংখ্য ধন্যবাদ উপস্থিত সংবাদকর্মীবৃন্দ, ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সম্মানীত এলাকাবাসী
মধ্য রাতেও এই অভিযানে সার্বিক সহযোগিতা করার জন্য।
Leave a Reply