মনিরামপুর উপজেলা প্রতিনিধি: ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে যশোরের মনিরামপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে পহেলা মে। দিনটি ঘিরে উপজেলা সদরে ছিল নানা কর্মসূচি ও জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ গাজী এবং মনিরামপুর থানা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব ফজলুল হক।
এছাড়া গুরুত্বপূর্ণ উপস্থিতির মধ্যে ছিলেন মনিরামপুর থানা বিএনপির সভাপতি এডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন এবং থানা বিএনপির সেক্রেটারী জনাব আসাদুজ্জামান মিন্টু। তাঁদের পাশাপাশি ইসলামী আন্দোলন ও জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত থেকে দিবসটি উদযাপন করেন।
দিবসটি উপলক্ষে মনিরামপুর শ্রমিক অফিসের অর্ধশতাধিক শ্রমিক, বিভিন্ন কারখানা শ্রমজীবী মানুষ এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা একত্রিত হয়ে শ্রমিকদের অধিকার, মর্যাদা ও ন্যায্য মজুরির দাবিতে একাত্মতা প্রকাশ করেন।
বক্তারা বলেন, ১লা মে হলো বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আত্মত্যাগের প্রতীক। এই দিনটি কেবল উদযাপনের নয়, বরং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে অঙ্গীকার করার দিন। সকলের সম্মিলিত চেষ্টায় শ্রমিকবান্ধব সমাজ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে প্রশাসনের তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন হয়।
Leave a Reply