নিজস্ব প্রতিবেদক: ধুনটে নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এবং সারা দিন বিভিন্ন কর্ম কান্ডের মধ্যে দিয়ে ১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত করেন।
ধুনট উপজেলা শ্রমিক ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় ২৮/০৭/৯৯ ইং তারিখে, যার রেজিষ্ট্রেশন নং ১৮১৮। অদ্যবদি পর্যন্ত তারা নিরলসভাবে সময় ও শ্রম দিয়ে, দিবসটিকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ আসছেন। ।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে উপজেলা নির্মাণ শ্রমিক এর কার্যালয় থেকে একটি বর্ণনাট্য র্যালি বের হয়ে ধুনট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
ধুনট নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মনোরঞ্জন রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আয়নাল হক ও যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল মজিদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, খোরশেদ আলম বক্তব্যে বলেন,সংসদ ভবন নির্মাণ করেছে আমাদের শ্রমিকরা, মিশরের পিরামিড নির্মাণ করেছে শ্রমিকরা, বিশ্বের বড় বড় স্থাপনা নির্মাণ করেছে শ্রমিকরা সুতরাং কোন শ্রমিক যেন লাঞ্ছিত না হয়। দেশ পরিচালনায় যারা সম্মানের আসনে অধিষ্ঠিত আছেন তাদেরকে জানায়, শ্রমিক যেন সুষ্ঠু ও ন্যায্য অধিকার পায় এবং স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারে এই আইন প্রতিষ্ঠা করা প্রয়োজন মনে করেন ।
এছাড়াও উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায় ও ঠিকাদার নূরনবী মন্ডল,মেসার্স আশা মেটাল ওয়ার্কস এর স্বত্বাধিকারী আব্দুল মান্নান,সাবেক কমিশনার ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম,নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্য
আব্দুল আলিম,আবুতাহের ,আনারুল,শহিদুল,
নূরনবী,মোবারক আলী, হাসেন আলী প্রমূখ।
Leave a Reply