সিলেট ব্যুরো: সিলেট গোয়াইনঘাট উপজেলা সালুটিকর সর জমিনে ঘুরে দেখা যায়, অনুমতি ছাড়া অবৈধভাবে চলছে ঢাকা ব্রিকস, নামে ইট ভাটার কার্যক্রম, এ সময় ঢাকা ব্রিকস, এর কর্মরত ম্যানাজার দেলোয়ার হোসেনের,সাথে কথা বললে তিনি দৈনিক ঘোষণা পত্রিকাকে বলেন, আমরা অনেক দিন ধরে ব্যবসা করে যাচ্ছি পরিবেশ অধিদপ্তর এখন পর্যন্ত আমাদেরকে, কোন ধরনের কোন অনুমতি দেননি, আমরা অনুমতির জন্য কাগজপত্র জমা দিয়েছি এখনো কোন ধরনের অনুমতি পাইনি অনুমতি ছাড়া, কি ভাবে চলছে ঢাকা ব্রিকস নামে ইটের ভাটা জানতে চাইলে, আমাদের জানানো হয়, কাগজ জমা দেওয়ার পরে একটি রিসিভ কপি আমাদেরকে দেওয়া হয়,সেই রিসিভ কপি দিয়ে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। অথচ পরিবেশ অধিদপ্তর থেকে জানানো হয় ঢাকা ব্রিকস নামে ইটের ভাটা অনেক আগেই অবৈধ ঘোষণা করে বন্ধ করে দেওয়া হয়। খমতার দাপট দেখিয়ে এখনো অবৈধভাবে চালিয়ে যাচ্ছেন, এই ঢাকা ব্রিকস নামে ইটের ভাটা, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ কৃষকরা, নষ্ট হচ্ছে কৃষি জমি, চলাফেরা করতে নানা ধরনের সমস্যা হচ্ছে সাধারণ মানুষের।
ঢাকা ব্রিকস এর পরিচালক : মহিউদ্দিন সাহেবের সাথে দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার কথা বললে তিনি বলেন, এ রকম অবৈধ ইটের ভাটা আরো অনেকেই আছে ওরা যদি চালাতে পারে, আমি কেন পারব না। তারা যদি চালাতে পারে কোন সমস্যা হয় না। তা হলে তো আমারও হওয়ার কথা না। অনুমতির কথা বললে তিনি, বলেন ওইসব আমাদেরকে বলে লাভ নেই।
পরিবেশ অধিদপ্তরের উপ মহাপরিচালক : সিলেট অঞ্চলের বদরুল সাহেবের সাথে যোগাযোগ, করলে তিনি বলেন অবৈধ কোন ইট ভাটা সিলেট জেলার ভিতরে থাকবে না, আমরা আইন মেনে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করবো যেখানে সেখানে অবৈধ ইটভাটার অনুমতি আমরা দিতে পারি না। যেখানে অবৈধ ইট ভাটা আছে সেই সব ইট ভাটা আমরা কিছুদিনের মধ্যেই অভিযানের মাধ্যমে বন্ধ করে দেব।
Leave a Reply