সিংগাইর, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের সাহরাইল উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে পুলিশের সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আনোয়ার হোসেন সিকদার (৪০) নামে একজনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন সিকদার উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলী গ্রামের সামছুল হকের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলমান এসএসসি পরীক্ষার সময় আনোয়ার হোসেন পরীক্ষা কেন্দ্রে এসে পুলিশের কাজে বাধা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ ঘটনায় সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিংগাইর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম আব্দুল্লাহ বিন শফিক। তিনি বলেন, “পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।”
Leave a Reply