মোঃ আসাদুল ইসলাস, নলডাঙ্গা, নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার বাশভাগ ক্বারী পাড়া কাশিফুল উলুম মাদ্রাসার সামনে বুধবার সকালে পিকাপ ও ভ্যান সামনাসামনি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তি নাম মোঃশফির মিনা (৪৫)। নিহত ব্যক্তি নলডাঙ্গা উপজেলার বাশিলা গ্রামের মোঃ ইয়ানুছ মিনার ছেলে। ৯ বছর বয়সী ১ জন শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশু নিহত মোঃ শফির মিনার শ্যালকের ছেলে। তাকে আহত অবস্থায় নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানে হয়েছে।
Leave a Reply