মোঃ ওয়াহিদ খান, কেরানীগঞ্জ উপজেলা প্রতিনিধি: কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ঢাকা-২ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আরিফ আহমেদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে স্থানীয় প্রকল্পের কাগজপত্র যাচাই, সরজমিন পরিদর্শন এবং প্রকৌশল কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করা হয়।
অভিযানকালে তিনি কলাতিয়া ইউনিয়নের একটি স্কুল ভবন নির্মাণ প্রকল্প, হরজতপুর ইউনিয়নের একটি রাস্তা এবং রুহিতপুর ইউনিয়নে চলমান একটি সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এ সময় কাজের অগ্রগতি ও মান নিয়ে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
পরিদর্শন শেষে সহকারী পরিচালক আরিফ আহমেদ সাংবাদিকদের জানান, “২০২৫ অর্থবছরে কেরানীগঞ্জে এলজিইডির আওতায় ৪১টি টেন্ডারের কাজ চলছে। সরেজমিনে যেসব কাজ পরিদর্শন করেছি, তা এখন পর্যন্ত মোটামুটি সন্তোষজনক। তবে বাকি কাজগুলোর প্রতি নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে উপজেলা প্রকৌশলীকে। যদি কোনো অনিয়ম পাওয়া যায়, পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।”
দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, কেরানীগঞ্জসহ সারাদেশের ৩৬টি জেলা-উপজেলায় একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। এনফোর্সমেন্ট ইউনিটের মাধ্যমে প্রাপ্ত ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে এই অভিযান শুরু হয়। এর আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান কার্যালয়সহ বিভিন্ন শাখায় তদন্ত চলছে।
Leave a Reply