সিংগাইর, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিংয়ের হাত থেকে রক্ষা করতে গিয়ে নির্মমভাবে খুন হয়েছেন তার নানা আজগর আলী (৫০)। অভিযোগ উঠেছে, স্থানীয় চিহ্নিত মাদক কারবারি ও ইভটিজার আল আমিনের (৫০) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করায় ক্ষিপ্ত হয়ে একদল সন্ত্রাসী আজগর আলীকে কুপিয়ে হত্যা করে।
নিহত আজগর আলী মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ গ্রামের বাসিন্দা ও মৃত আব্দুল রশিদ খানের ছেলে। তিনি পেশায় মুদি দোকানদার ছিলেন। অভিযুক্ত আল আমিন একই এলাকার বাসিন্দা, কালু পরামানিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজগর আলীর নাতনি—যিনি মেয়ের ঘরের সন্তান এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী—স্কুলে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে ইভটিজিংয়ের শিকার হচ্ছিল। বিষয়টি নিয়ে আজগর আলী থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশের অভিযান শুরু হলে আল আমিন ক্ষিপ্ত হয়ে ১৫-২০ জনের একটি সন্ত্রাসী দল নিয়ে আজগরের ওপর হামলা চালায়।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রায়দক্ষিণ পূর্বপাড়ায় সিনহা মেডিকেলের পাশের কবরস্থানের সামনে, নিজ দোকানের সামনে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। রামদা, চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে আজগরের মাথা, হাত, পা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে তারা নির্মমভাবে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়।
স্থানীয়রা আজগরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাতেই তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাকিব আল শুভ জানান, “রোগীকে মৃত অবস্থায় আনা হয়। তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।”
নিহতের ছেলে লিয়াকত জানান, তার বাবার মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তিনি আরও বলেন, হামলায় জড়িতদের পরিচয় জানা থাকলেও তদন্তের স্বার্থে পুলিশ নাম প্রকাশ করতে নিষেধ করেছে।
ঘটনার বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, “আজগর আলী হত্যার ঘটনায় পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। আইনি প্রক্রিয়া শেষে মামলাটি সিংগাইর থানায় হস্তান্তর করা হবে।”
এদিকে, সিংগাইর থানার ওসি জে ও এম তৌফিক আজম জানান, আল আমিনকে প্রধান আসামি করে যৌন নিপীড়ন ও হত্যার অভিযোগে থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
Leave a Reply