শায়েক আহমদ, জেলা প্রতিনিধি মৌলভীবাজার: দেশের ৪৮টি জেলায় পরিচালিত “শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের আওতায় মৌলভীবাজার জেলা ব্রাঞ্চের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে ২৯ এপ্রিল,বুধবার ২০২৫ইং বিকাল ৪ ঘঠিকার সময়, কোর্স স্টেশনারি বিতরণ সম্পন্ন হয়েছে।
প্রশিক্ষণার্থীদের হাতে একটি ব্যাগ, একটি নোট প্যাড ও একটি কলমসহ প্রয়োজনীয় প্রশিক্ষণ সামগ্রী তুলে দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের কোর্স কো-অর্ডিনেটর মোঃ নাজমুল ইসলাম, সহ কো-অর্ডিনেটর মোঃ মোশারফ হোসেন, প্রশিক্ষক মোঃ সজিব আহমদ এবং প্রশিক্ষক মোঃ মুহিবুল ইসলাম।
কোর্স কো-অর্ডিনেটর মোঃ নাজমুল ইসলাম বলেন, “প্রশিক্ষণার্থীরা যেন পুরো কোর্সটি মনোযোগের সাথে সম্পন্ন করতে পারে, সে লক্ষ্যেই আমরা কোর্স স্টেশনারি প্রদান করছি। তাদের সাফল্যই আমাদের প্রকৃত অর্জন।”
এক প্রশিক্ষণার্থী জানায়, “দেশের শিক্ষিত যুবকদের জন্য এ ধরনের প্রশিক্ষণ প্রকল্প খুবই সময়োপযোগী। আমরা শুধু প্রশিক্ষণই নয়, বরং ভবিষ্যতের ক্যারিয়ার গড়ার পথও পাচ্ছি।”
এই প্রকল্পের সফল বাস্তবায়নে মৌলভীবাজারের যুব উন্নয়ন অধিদপ্তর ও ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রশিক্ষণার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের কর্মসংস্থান নিশ্চিত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।
বেকারত্ব হ্রাস এবং রেমিটেন্স বৃদ্ধিতে ফ্রিল্যান্সিং দেশের জন্য এক সম্ভাবনাময় খাত হিসেবে বিবেচিত হচ্ছে।
Leave a Reply