সিংগাইর, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সোহাগ। সভায় উপস্থিত ছিলেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম, উপজেলা শিক্ষা অফিসার সুলতানা আছমা খান, সাবেক কমান্ডার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ শেখ রেজাউল করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু, বিএনপি নেতা মো. আলাউদ্দিন, সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বক্কর ছিদ্দিক, সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো. রকিবুল হাসান বিশ্বাস এবং ছাত্র সমন্বয়ক জিসান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. আব্দুল্লাহ বিন শফিক, সিংগাইর সদর ইউপি চেয়ারম্যান মো. জাহিনুর রহমান সৌরভ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাজেদুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবিএম শাহিনুজ্জামান শিশির, পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম গোলাম রাব্বানী, সমাজসেবা কর্মকর্তা মো. মঞ্জুরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহাদী হোসেন এবং এলজিইডি অফিসের সহকারী প্রকৌশলী জান্নাতুল ফেরদৌসসহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভায় সিংগাইর পৌর এলাকায় যানজট নিরসন, রাস্তায় অবৈধ দোকান উচ্ছেদ, মাদকবিরোধী অভিযান জোরদার, শব্দ দূষণ নিয়ন্ত্রণ, চুরি ও ছিনতাই প্রতিরোধ, বেপরোয়া মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং দমন, বাজারগুলোতে নিরাপত্তা জোরদার এবং তিন ফসলি জমি থেকে মাটি কাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভা শেষে ইউএনও মো. কামরুল হাসান সোহাগ তাঁর সমাপনী বক্তব্যে সকলকে ঐক্যবদ্ধভাবে আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করার আহ্বান জানান।
Leave a Reply