শায়েক আহমদ, জেলা প্রতিনিধি মৌলভীবাজার: “দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি”শীর্ষক প্রকপ্লের মৌলভীবাজার ব্যাঞ্চ এর ১ম ব্যাচের সনদপত্র বিতরণ অনুষ্ঠান ২৮ এপ্রিল২০২৫ইং রবিবার,বিকাল ৪ঘঠিকার সময়, মৌলভীবাজার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, হোসেন শাহ্ এর সভাপতিত্বে ও ই-লার্নিং এন্ড আর্নিং মৌলভীবাজার শাখার ট্রেইনার সজিব আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর উপপরিচালক, ফরহাত নূর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মৌলভীবাজার জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর সহকারী পরিচালক ইকবাল নাসির,ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড মৌলভীবাজার শাখার কো-অর্ডিনেটর নাজমুল ইসলাম, মার্কেটিং অফিসার খাদিমুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড মৌলভীবাজার শাখার কো-অর্ডিনেটর মোশারফ হোসেন,জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি শায়েক আহমদ এবং ১ম ব্যাচের দুইটি শাখার ৫০ জন প্রশিক্ষণার্থী । প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণলব্দ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে অর্থ উপার্জনে নিজেদের নিয়োজিত করার পরামর্শ প্রদান করেন। একইসাথে জেলার অন্য যুবদের এ প্রশিক্ষণে উদ্বুদ্ধ করতে অনুরোধ করেন।
Leave a Reply