মোঃ মাইনুল ইসলাম ,ক্রাইম রিপোর্টার: মাদারীপুর জেলা রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কালবৈশাখী তান্ডব বজ্রপাতে কাজল বাড়ৈ ২৮ নামে এক যুবকের মৃত্যু হয়েছে কাজল বারই বাজিতপুর ইউনিয়নের গ্যান বাড়ৈর ছেলে স্থানীয় সূত্র জানা যায় কাজল বাড়ৈ তাদের নিজ কৃষি জমিতে কৃষি কাজ করতে গিয়েছে বিকেলে হটাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পরেন কালবৈশাখী ঝরে বজ্রপাত হলে সেখানে লুটিয়ে পড়লে কাজল বাড়ৈ আশপাশের লোক যেনে দেখে কাজল বাড়ৈকে নিয়ে আসেন মাদারীপুর সদর হাসপাতালে মাদারীপুর সদস হাসপাতালের চিকিৎসক কাজল বাড়ৈকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply