নিজস্ব প্রতিবেদক: বাজার মনিটরিং কার্যক্রমের ফলশ্রুতিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রয়েছে এবং আসন্ন কোরবানির ঈদেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। সম্প্রতি দৈনিক ভোরের একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “রমজানে আমরা নিয়মিত বাজার মনিটরিং করেছি, যার ফলস্বরূপ ভোক্তারা সহনীয় দামে পণ্য কিনতে পেরেছেন।” তিনি জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও সরাসরি বাজার তদারকি করা হয়েছে। সচিব বলেন, “আমি নিজেও ব্যক্তিগতভাবে বাজার পর্যবেক্ষণে ছিলাম এবং ঈদ-পরবর্তী সময়ে এই তদারকি আরও শক্তিশালী করা হবে।” বাজার সিন্ডিকেট প্রসঙ্গে সচিব স্পষ্টভাবে বলেন, “বর্তমানে কোনো প্রভাবশালী সিন্ডিকেট নেই। অতীতে যারা বাজারে প্রভাব বিস্তার করত, তারা এখন নিশ্চুপ বা অনুপস্থিত।” তিনি উল্লেখ করেন, “এস আলম গ্রুপ এখন বাজারে সক্রিয় নয়, বসুন্ধরা গ্রুপও নীরব ভূমিকা পালন করছে।” সচিব আরও বলেন, টিসিবি’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ (পিএসসি) এবং ভোক্তা অধিকার অধিদপ্তরের ডিজিসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা সক্রিয়ভাবে বাজার নিয়ন্ত্রণে কাজ করছেন। “আমাদের লক্ষ্য হচ্ছে জনগণের স্বার্থ রক্ষা এবং বাজারে স্বাভাবিকতা বজায় রাখা,” বলেন মাহবুবুর রহমান। পেঁয়াজের দাম নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি জানান, “বর্তমানে পেঁয়াজের মূল্য স্থিতিশীল পর্যায়ে আছে। কৃষক ও ভোক্তা— উভয়ের স্বার্থ রক্ষা করতেই এই দামের ভারসাম্য বজায় রাখা হয়েছে।” তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন কোরবানির ঈদেও বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রিত থাকবে এবং বাজারে কৃত্রিম সংকট তৈরি হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply