সাজ্জাদ হাওলাদার, আগৈলঝাড়া, বরিশাল প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। এবার ইরি মৌসুমে বাম্পার ফলন হলেও ঘরে তুলতে পারছে না কৃষকরা। খোঁজ নিয়ে জানা যায়, বিভিন্ন অঞ্চল থেকে ধান কাটা শ্রমিক আসলেও ঘূর্ণিঝড়ের কারণে, ধান বৃষ্টির পানিতে তলিয়ে যায়। প্রাকৃতিক এই দুর্যোগ অবস্থা দেখে অনেক শ্রমিক পালিয়ে যায় ! যার কারণে, বিপাকে পরে কৃষকরা। এদিকে বৃষ্টিতে তলিয়ে যাওয়ার কারণে, মিলছে না ৮০০ থেকে ৯০০ টাকা দিয়েও শ্রমিক। অনেক জায়গায় পরিবারের সদস্যরা পুরুষ ও মহিলা মিলে শুরু করেছে ধান কাটা। কৃষকরা জানান, এ বছর ইরি মৌসুমে আমাদের বাম্পার ফলন হলেও পানিতে তলিয়ে যাওয়ার কারনে, আমরা ফসলের অর্ধেকেও ঘরে তুলতে পারব না। কৃষকরা দাবি করেন, সরকারি ধানকাটা মেশিনের সহযোগিতা পাইলে আমরা ফসল ঘরে তুলতে পারতাম কিন্তু দুঃখজনক হলেও আমাদের সে ব্যবস্থা নাই। কৃষকরা দাবি করেন, ভবিষ্যতে ইরি মৌসুমে আবহাওয়া প্রতিকূলে দেখলে! যাতে ফসল দ্রুত ঘরে তোলা যায়,সেই ব্যবস্থা রাখবে এটাই আমাদের প্রত্যাশা থাকবে।
Leave a Reply