রাজু আহমেদ, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর উত্তরা ইপিজেডে অবস্থিত সনিক বাংলাদেশ লিমিটেড নামের একটি খেলনা তৈরির কারখানায় আবারও মেশিন বিস্ফোরণে পাঁচজন শ্রমিক দগ্ধ হয়েছেন। গত কয়েক দিন আগে একই কারখানায় মেশিন বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিক আহত অবস্থায় মারা যান।গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন-লিটন চন্দ্র রায়, গজেন্দ্র নাথ রায়, দেলোয়ার হোসেন, নাজিম উদ্দীন ও মিনি আক্তার। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ইপিজেডের শ্রমিকরা জানান, গত কয়েক দিন আগে একই কারখানায় মেশিন বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিক আহত অবস্থায় মারা যান। দুর্বল অগ্নিনির্বাপক ব্যবস্থাকে দায়ী করছেন শ্রমিকরা।
ঘটনার পর কারখানা মালিকপক্ষের অবহেলা ও শাস্তির দাবিতে ইপিজেডের সামনে নীলফামারী- সৈয়দপুর সড়ক অবরোধ করে রাখেন আহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
Leave a Reply