মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো: সাহসিকতাপূর্ণ, দৃষ্টান্তমুলক ও প্রশংসনীয় কর্মের রাস্ট্রীয় সৃকৃতি প্রেসিডেন্ট পুলিশ মেডেল এবং আইজি ব্যাজে ভুষিত হয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি) ১০ জন সদস্য। এর মধ্যে একজন প্রেসিডেন্ট পুলিশ মেডেল ( পিপিএম) এবং দৃষ্টান্তমুলক এবং প্রশংসনীয় কাজের সীকৃতি সরুপ ৯জন ” পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ- ২০২৪ ” ( আইজি ব্যাজ) এ ভুষিত হয়েছেন। প্রেসিডেন্ট পুলিশ মেডেল সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো: শফিকুল ইসলাম এবং আইজি ব্যাজে ভুষিত হয়েছেন কেএমপির সহকারী পুলিশ কমিশনার ( সোনাডাঙ্গা জোন) মো: আজম খান, হরিনটানা থানার অফিসার ইনচার্জ ওসি শেখ খায়রুল বাশার, খানজাহানআলী থানার পুলিশের এস আই বিপ্লব কান্তি দাস, এস আই ( সিটিএসবি) মো: জাহাঙ্গীর সরদার, সোনাডাঙ্গা মডেল থানার পুলিশের এস আই আশরাফুল আলম, এস আই সুমন মন্ডল, সোনাডাঙ্গা থানার এস আই বিপিন চাদ অধিকারী – পিপিএম, কনস্টেবল সোমনাথ হালাদার ও কনস্টেবল মো: ফয়েজ শাহী প্রমুখ। সোমবার ২৮ এপ্রিল রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ( মিডিয়া এ্যান্ড সিপি) মোহাম্মদ আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন। কেএমপির পক্ষ থেকে জানানো হয়, যেকোন সীকৃতি কর্মে উদ্দিপনা বাড়ায়। কর্মক্ষেত্রে বিরত্ত্বপুর্ন ও সেবামুলক কাজের সীকৃতি সরুপ প্রতি বছর অনুষ্ঠিত পুলিশ সপ্তাহে দৃষ্টান্তমুলক ও প্রশংসনীয় কর্ম ও সাহসীকতাপুর্ন অবদানের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে রাস্ট্রিয়ভাবে পদক প্রদান করা হয়। একইভাবে বাংলাদেশ পুলিশের মহাপুলিশ পরিদর্শক কতৃক আইজি ব্যাজ প্রদান করা হয়। এ বছর সাহসিকতাপূর্ণ কর্মের সীকৃতিসরুপ কেএমপির ১ জন প্রেসিডেন্ট পুলিশ মেডেল ( পিপিএম) এবং দৃষ্টান্তমুলক ও প্রশংসনীয় কর্মের সীকৃতি সরুপ ৯ জন “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ – ২০২৪ ” ( আইজি ব্যাজ) এ ভুষিত হয়েছেন। তাদের এ অর্জন যেমন তাদেরকে উজ্জিবিত করেছে, একইসাথে খুলনা মেট্রোপলিটন পুলিশের সন্মান বয়ে এনেছে। নগরীর বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সহযোগিতায় খুলনা মেট্রোপলিটন পুলিশের এবারের অর্জন বাংলাদেশ পুলিশের অন্যান্য ইউনিট গুলোর চেয়ে ঈর্ষনীয়। আগামী দিন গুলোতে অপরাধ দমনে সদা তৎপর থেকে খুলনা মহানগরীকে মাদক সন্ত্রাস মুক্ত আদর্শ নগরী গড়ে তোলার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সেবায় কাজ করে যাবে।
Leave a Reply