রাজু আহমেদ নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারী উত্তরা ইপিজেড মোড়ে একটি বাসায় দুই বোন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়েছে।
২৯ এপ্রিল ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। উত্তরা ইপিজেড মোড়ের একটি ভাড়া বাসায় রান্নার সময় হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। এতে করে দুই বোন সুইটি আক্তার (২০) ও তাজকিনা আক্তার (২৩) অদগ্ধ হন । তারা নীলফামারী জেলার ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং বাবুল হোসেনের কন্যা । তারা নীলফামারী উত্তরায় ইপিজেডে সেকশন সেভেনে কোম্পানিতে চাকরি করেন।
, দুই বোন ভাড়া বাসায় বসবাস করতেন এবং ঘটনার সময় রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তারা দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা খোরশেদ আলম বলেন,গ্যাস সিলিন্ডার লিকেজ থেকেই এই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে সময়মতো ফায়ার সার্ভিস পৌঁছানোর ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুর রহিম জানান, প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। আহত দুই বোনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।
Leave a Reply