নিজস্ব প্রতিবেদক: সকলের মৃত্যু অবধারিত। আর সেই মৃত্যু যদি হয় স্বামী ও স্ত্রীর একই দিনে । দুজন একসাথে সংসার করেছেন, সুখে দুখে বিপদে আপদে একসাথে পরামর্শ করে কাজ করেছেন, চলেও গেলেন একসাথে। বানারীপাড়া উপজেলার ৫নং সলিয়া বাকপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড ধারালিয়া গ্রামের সরদার বাড়ীর আঃ আজিজ সরদার (৫:২০মিনিটে) মারা যান আজ একইদিন তার সহধর্মিণী দুপুর ১:৪০ মিনিটে ইন্তেকাল করেন,,,( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মহান আল্লাহ তাদের বেহেস্ত নসিব করুন।
Leave a Reply