নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ নূরনবী সরকারের বিরুদ্ধে ধর্ষণ ও বাড়িঘর ভাংচুর মামলার বিচারের দাবিতে ভুক্তভোগী বাদিনী মোছাঃ নিশি আকতার তার পরিবারদের নিয়ে আজ সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঢেলাপীর কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মামলার বাদিনী মোছাঃ নিশি আকতার লিখিত বক্তব্যে বলেন, আমি স্বামী পরিত্যক্তা হওয়ার সুযোগ নিয়ে মেম্বার নূরনবী সরকার আমাকে দীর্ঘদিন থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ০৩ এপ্রিল আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে আমার শয়নকক্ষে প্রবেশ করে আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণে লিপ্ত হলে আমার চিৎকারে আমার মা’সহ অন্যান্যরা সেখানে উপস্থিত হয়ে প্রতিবাদ জানালে মেম্বার নূরনবী তার অনুসারি ১০/১৫জনদের ডেকে লোহার রড, লাঠিসোঠা নিয়ে হামলা চালিয়ে আমাদের দু’টি ঘর ভাঙ্গচুর করে নগদ ৮০ হাজার টাকা, আলমারি, টেলিভিশন, ফ্যান, রাইচকুকার, চেয়ার-টেবিলসহ সকল মালামাল লুট করে নিয়ে যান। এবং আমাদের প্রাননাশসহ নানা হুমকি প্রদান করেন। এনিয়ে থানায় মামলা না নেওয়ায় ১৯ এপ্রিল’ ২৫ইং তারিখে নীলফামারী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ আদালতে নূরনবী সরকার, মোঃ গোলাম নবী, মোঃ গোলাম মোস্তফা, মোঃ খায়রুল ইসলাম, মোঃ জহুরুল হক, মোঃ ইউনুস আলী ও মোঃ হাবিবকে আসামি করে মামলা (মামলা নং-নাঃশিঃনি-৫৪/২০২৫) দায়ের করলে বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য সৈয়দপুর থানায় প্রেরণ করেন। কিন্তু, থানার কর্মকর্তা মামলাটি আমলে না নিয়ে ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন। তার ওপর মামলা করায় বিবাদী কর্তৃক প্রতিনিয়ত আমি ও আমার পরিবারের সদস্যরা বিভিন্ন হুমকির সন্মুখিন হচ্ছি। তাই, মামলার সুষ্ঠু বিচার দাবি করছি। সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাদিনীর পিতা ওমর আলী, মাতা লাভলী বেগম, চাচী খাদিজা, ছোট বোন মিপশা প্রমূখ।
এ ব্যপারে মেম্বার নূরনবী সরকার বলেন ,বিষয়টি সম্পর্কে সাধারণ মানুষ অবগত আছেন । দ্রুত আমি প্রমাণ সহ সাধারণ মানুষকে সাথে নিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি আমি তুলে ধরব।
Leave a Reply