নিজস্ব প্রতিবেদক: ডাসার উপজেলা(দঃ ডাসার)নিবাসি মরহুম কাজি আলাউদ্দিন এর ছেলে কাজি জসিম উদ্দিন অপু কাজী ডাসার ইউনিয়ন এর সাবেক চেয়্যারমেন সৈয়দ বেলায়েত হোসেন এর নিকট ৩৭ শতাংশ জমি বিক্রি করেন, ঘটনা প্রকাশ থাকে যে সৈয়দ বেলায়েত হোসেন ২০১৬ খ্রী কাজি জসিম উদ্দিন অপু কাজীর কাছ থেকে ৩৬ লক্ষ টাকা মুল্যে ৩৭ শতাংশ জমি ক্রয় করেন, জমি রেজিস্ট্রি প্রদানের দিন কাজি জসিম উদ্দিন অপু কাজী সৈয়দ বেলায়েত হোসেন এর নিকট হইতে ৩৬ লক্ষ টাকা গ্রহণের পর দলিল রেজিস্ট্রি করার পূর্ব মুহুর্তে কাজি জসিম নিজে স্বাক্ষর না করে অন্য লোক দ্বারা স্বাক্ষর প্রদান করেন, এবং এই ঘটনা জানাজানি হয়েগেলে সাব রেজিস্ট্রার এর কক্ষে প্রবেশ না করে কাজী জসিম মটর সাইকেল যোগে পালায়ন করেন, কাজি জসিমের এহেন আচারনে সাব রেজিস্ট্রার অফিসের উপস্থিত সকলে হতবাক হন,এবং প্রতারক কাজী জসিম উদ্দিন অপু কাজী কে আইনের আওতায় আনার পরামর্শ দেন, সৈয়দ বেলায়েত হোসেন দীর্ঘদিন যাবত স্থানিয় জ্ঞন্যমান্য ব্যাক্তিদের মাধ্যমে বিষয়টি ফয়সালার আপ্রান চেষ্ঠা করেন,।
কাজী জসিম সৈয়দ বেলায়েত হোসেন কে জমি কিংবা জমি বাবদ গ্রিহিত ৩৬ লক্ষ টাকা প্রদান না করে উপরন্ত সৈয়দ বেলায়েত হোসেন কে নানা ধরনের ভয় ভিতি ও হুমকি প্রদান করেন,
উল্লেক্ষিত ঘটনার বিবরন দিয়ে সৈয়দ বেলায়েত হোসেন ন্যায় বিচারের দ্বাবিতে মাদারিপুর কোর্টে সি আর ৭১/২৪ (D)মামলা দ্বায়ের করেন,
বিজ্ঞ আদালত সাক্ষি ও প্রমান আদীর ভিত্তিতে ২৪/০৪/২০২৫ খ্রী: তারিখে কাজী জসিম উদ্দিন অপু কাজী কে ৪ বছর ৬ মাস কারাদন্ড প্রদান করেন,
প্রতারক কাজী জসিম উদ্দিন অপু কাজী বর্তমানে মাদারিপুর জেল হাজতে,
সৈয়দ বেলায়েত হোসেন উক্ত রায়ের প্রতি কৃজ্ঞতা ও সন্তস্ঠ প্রকাশ করেন।
Leave a Reply