মোঃ নান্নু মিয়াঃ ঢাকা জেলার সাভার উপজেলাধীন শিমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ প্রতিনিয়ত দালালদের দৌরাত্ম্যে ভোগান্তির শিকার হচ্ছেন। সঠিক নিয়মে জমির খাজনা, নামজারি, ও অন্যান্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে গেলে তাদের বিভিন্নভাবে হয়রানির সম্মুখীন হতে হয়।
এতে করে গত মঙ্গলবার শিমুলিয়া ভূমি অফিসে কিছু সাংবাদিক প্রবেশ করার পর অফিসিয়াল চেয়ার টেবিলে বসে ভলিয়াম বই খুলে কাজ করতে দেখা যায়। তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করে যে আপনি অফিসের স্টাফ নাকি। তখন শাহ-জাহান উত্তর দেন আমি অফিসের কিছু না। তখন তাকে আবারো প্রশ্ন করা হয় তাহলে আপনি কি ভাবে অফিসিয়াল ভলিয়া ম খুলে কাজ করছেন কিভাবে। প্রতি উত্তরে বলেন এ বিষয়ে বড় স্যার জানে। তার বাড়ির কথা প্রশ্ন করলে তিনি বলেন আমার বাড়ি সাভার। এই বলে তিনি দু-তিন জন লোক নিয়ে অফিস থেকে বের হয়ে জান।
তখন সাংবাদিকরা শিমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের মোঃ এবায়েদুর রহমান, ভূমি সহকারী কর্মকর্তা কে শাহজাহানের ছবি দেখিয়ে তাকে চিনেন কি না প্রশ্ন করলে তিনি বলেন আমি চিনি না এ বলে তারাহুরা করে চলে যান। অথচ সূত্র মতে জানা যায় শাহ-জাহান নামের এই ব্যাক্তি মোঃ এবায়েদুর রহমানের একান্ত ঘনিষ্ঠ লোক। শিমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসে এই শাহ-জাহান দীর্ঘ দিন থেকে দালালি করে যাচ্ছেন দাপটের সাথে। কেউ কিছু বললে কর্ণপাত না করেই চালিয়ে জাচ্ছে তার দালালি। অথচ সরকারীভা বে জমা খারিজ করতে লাগে ১১৭০ টাকা। অথচ এই দালাল এর কারণে সাধারণ ভূমি মালিকদের গুনতে হয় হাজার হাজার টাকা। কবে এদের হাত থেকে নিস্তার পাবে ভূমি মালিকেরা সাধারণ মানুষের প্রশ্ন।
কি ভাবে ভূমি অফিসের ভিতরে ডুকে শাহ-জাহান এর মতো দালালরা ভলিয়ম বের করে কাজ করে নিয়ে যাচ্ছে। তাহলে এদের কে কারা সহযোগিতা করছে তারা কারা। ভূমি অফিসের কর্মকর্তা দের সামনে দিয়ে এভাবেই দালালরা কাজ করে যাচ্ছেন। অথচ তারা এ বিষয়ে কোন কথা বলে না। এক পর্জায় দেখা যায় শিমুলিয়া ভূমি অফিসের ভিতরের দরজা বন্ধ করে মোঃ এবায়েদুর রহমান, ভূমি সহকারী কর্মকর্তা ও দালাল শাহ-জাহান সহ ভিতরে কাজ করছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এবায়দুর রহমান কোন সৎ উত্তর দেন নি। যে ভাবে দালালরা উক্ত ভূমি অফিসের ভলিয়ম খুলে যার যার মতো কাজ করছেন। এই প্রশ্নের উত্তরে এবায়দুর রহমান বলেন, এ অফিস সবার জন্য উন্মক্ত। অথচ এবায়দুর রহমান দালাল শাহ-জাহানকে নিয়ে সবসময় অবৈধ ঘুষ বানিজ্য ও বিভিন্ন ধরণের অনিয়ম করে থাকেন বলে জানা যায়।
Leave a Reply