তাইয়্যেবা, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ৭ নং দাউদপুর ইউনিয়নের হেয়াতপুর গ্রামে একটি ইটভাটা থেকে নির্গত গ্যাসের কারণে আশপাশের ফসলের জমিতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানায়, ভাটার গ্যাসের প্রভাবে প্রায় ৮০ থেকে ৮৫ বিঘা জমির ধান গাছ শুকিয়ে যায় এবং কিছু আমের বাগানও ক্ষতির সম্মুখীন হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, ধান গাছের পাতা ঝলসে গেছে, গাছ মরে যেতে বসেছে, ফলে উৎপাদন সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। আম বাগানের ফলনও মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে বলে স্থানীয় কৃষকরা জানান।
ক্ষতিগ্রস্ত এক কৃষক বলেন, “কষ্ট করে জমিতে ধান লাগিয়েছিলাম। এখন সব শেষ হয়ে যাচ্ছে। কীভাবে পরিবার চালাবো, বুঝতে পারছি না।” একই সাথে অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, পরিবেশের এমন ক্ষতির জন্য দ্রুত পদক্ষেপ প্রয়োজন ছিল।
ফসল রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
Leave a Reply