এস.এম.সামজাত(বিশেষ প্রতিনিধি): চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর ঘটনায় হওয়া মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৭ এপ্রিল সকাল ৬টার দিকে বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তাররা হলেন—মো. ইব্রাহিম (৪০), মনির আহম্মদ (৫০), মো. রবিন ইসলাম (২৫) এবং আরাফাতুল ইসলাম নোমান (২২)।
সম্প্রতি চট্টগ্রাম নগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধে অভিযান চালাচ্ছে পুলিশ। অভিযানে এ পর্যন্ত অন্তত তিন হাজার রিকশা জব্দ করা হয়। গত ২৩ এপ্রিল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় গ্যারেজে অভিযান চালানো হয়। এ সময় রিকশা জব্দের পাশাপাশি গ্যারেজের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে পুলিশ। প্রতিবাদে কাপ্তাই রাস্তার মাথা থেকে মিছিল নিয়ে বাহির সিগন্যাল এলাকার সড়ক অবরোধ করেন রিকশাচালকরা।
এতে আরাকান সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট দেখা দেয়। প্রায় তিন ঘণ্টা পর পুলিশ আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে প্রথমে বাগবিতণ্ডা ও পরে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন চালকরা। বিপরীতে পুলিশ টিয়ার গ্যাসের শেল ছুড়লে, টিকতে না পেরে অলিগলিতে অবস্থান নেন চালকরা। সেখান থেকে দুপুর ১২টা পর্যন্ত কয়েক দফা পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় চালকদের। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে নেন। পরে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ অটোরিকশার পাঁচ চালককে আটক করে। এরপর আরও কয়েকটি গ্যারেজে অভিযান চালানো হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, সংঘর্ষের ঘটনায় সেদিন পাঁচজন পুলিশ আহত হয়েছিলেন। পরে এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা রুজু হয়। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
Leave a Reply