নিজস্ব প্রতিবেদন-: স্বাধীন বাংলা মাদকবিরোধী কল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজিত প্রকাশ্য ধূমপান, অবৈধ শিশা বার ও মদের বার বন্ধের দাবিতে রেলিটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক এর পক্ষে উদ্বোধন করেন জনাব মোঃ আব্দুল হামিদ সহকারী পরিচালক ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয় উপস্থিত ছিলেন পরিদর্শক খাইরুল আলম ডেমরা সার্কেল, রেলিটি নেতৃত্ব দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সেলিম নিজামী উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা মহানগর ও যাত্রাবাড়ী কমিটির সকল নেতৃবৃন্দ। উদ্বোধনী বক্তব্য প্রদান কালে সহকারী পরিচালক আব্দুল হামিদ বলেন আমাদের দেশ মাদক নিয়ে ভয়াবহ ঝুঁকিতে রয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি যে কোন উপায়ে দেশকে মাদক নিয়ন্ত্রণে নিয়ে আসতে। দেশকে মাদকমুক্ত করনে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা চান তিনি। পরিদর্শক খাইরুল আলম বলেন আমি বাংলাদেশে এত শক্তিশালী স্বার্থহীন দেশপ্রেমিক সংগঠন আর দেখিনি আমিও তাদের সাথে থেকে এই দেশকে মাদক নিয়ন্ত্রণে কাজ করে যেতে চাই। সংগঠনটি প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম নিজামী বলেন ঢাকা শহর সহ সমগ্র বাংলাদেশে অবৈধ শিশাবার মদের বার ও মাদকের স্পট গুলো অভিযানের মাধ্যমে বন্ধ করে দিতে হবে। মাদক মুক্ত দেশ জাতি সমাজ ও আগামীর প্রজন্মগড়ে তুলতে হবে। সংগঠনের সাধারণ সম্পাদক বিমল সরকার বলেন এই দেশকে মাদকমুক্ত করনের লক্ষ্যে প্রয়োজনে জীবন দিব তারপরেও আগামী প্রজন্মকে একটি মাদকমুক্ত প্রজন্ম উপহার দিতে চাই। মহানগর কমিটির সভাপতির শামীম আহমেদ মজুমদার বলেন আমরা আমাদের সংগ্রামী সভাপতির নেতৃত্বে সুন্দর একটি মাদকমুক্ত দেশ গঠন করতে চাই। সংগঠনের যাত্রাবাড়ী থানার বিপ্লবী সভাপতি মুফতি সাকিবুল ইসলাম কাসেমী বলেন আমাদের জীবন ব্যবস্থা থাকবে কোরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহর রাসূল যে রাস্তা দেখিয়েছেন আমরা যদি সে রাস্তা অনুসরণ করতে পারি অবশ্যই এই দেশ জাতি ও সমাজ মাদকমুক্ত হবে ইনশাল্লাহ। তিনি আরো বলেন এই সংগঠনের ব্যানারে আমরা দেশকে মাদকমুক্ত করে ছাড়বো। সংগঠনটির এ আয়োজনে যাত্রাবাড়ী মাদ্রাসার ছাত্র সমাজ, তেজগাঁও পলিটেকনিক কলেজ, ঢাকা কলেজ ও মিরপুর বাংলা কলেজ ছাত্রদের উপস্থিতিতে রেলিটি যাত্রাবাড়ী থেকে শুরু হয়ে ডেমরা স্টাফ কোয়াটার, রামপুরা, হাতিরঝিল, গুলশান-১ ও ২ ,বনানী, মহাখালী হয়ে তেজগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো উত্তর কার্যালয় গিয়ে শেষ হয়। সমাপনী বক্তব্য প্রদান করেন মেট্রো উত্তর কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান। এ সময় তিনি বলেন এই সংগঠনটি একটি শক্তিশালী সংগঠন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম নিজামী ঃ নিঃসন্দেহে একজন সংগ্রামী মানুষ নির্লোভ মানুষ এই সমাজে এমন মানুষ পাওয়া কষ্টকর। এত সুন্দর আয়োজন করার জন্য স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটি সকল সদস্যকে অভিনন্দন ও ধন্যবাদ জানান এবং তিনি এই সংগঠনের পাশে থেকে দেশকে মাদক নিয়ন্ত্রণের ঘোষণা দেন।
Leave a Reply