দিলোয়ার হোসেন মাসুম, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে সেই ভাইরাল হোটেল ভাই ভাই কে ফ্রিজে পচা মাংস সংরক্ষণের অপরাধে ২ লক্ষ টাকা জরিমানা। পাশাপাশি আরো দুইটি প্রতিষ্ঠান কে নিরাপদ খাদ্য আইনে মোট ০৪ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়।
২৬/শে এপ্রিল ২৫ জনাব আরিফুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বিশুদ্ধ খাদ্য আদালত, কিশোরগঞ্জ এর নেতৃত্বে নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করা হয়।এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার জনাব মো: আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব শংকর চন্দ্র পাল। উক্ত আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ সদর উপজেলার নতুন জেলাখানার মোড় এলাকায় অবস্থিত ভাই ভাই হোটেলকে অসাস্থ্যকর পরিবেশ এবং ফ্রীজে পচা মাংস সংরক্ষণের দায়ে ০২ লক্ষ টাকা অর্থদন্ড, রশিদাবাদ ইউনিয়নে অবস্থিত নিউ ঢাকা ফুড প্রোডাক্টস ও কিশোর ফুড প্রোডাক্টসকে অসাস্থ্যকর পরিবেশে খাদ্য উতপাদন ও অন্যান্য অপারাধে ০১ লক্ষ টাকা করে অর্থ দন্ড প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন হোটেল ও বেকারিতে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য জব্দ ও ধ্বংস করা হয় । উক্ত আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করেন পুলিশ, কিশোরগঞ্জ র্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি করে চৌকস দল।
Leave a Reply