হাফিজুর রহমান: জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে নারী পুরুষ সহ ৭ জনকে বেধড়ক পিটিয়ে ,কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের সঙ্ঘবদ্ধ সন্ত্রাসীরা । ২৫ এপ্রিল রাত সাড়ে ৯ টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের আশঙ্কা জনক অবস্থায় কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন উপজেলার রামনগর গ্রামের মৃত গোলাম রহমান সরদারের পুত্র আকবর আলী সরদার (৭০) তার স্ত্রী হাফিজা খাতুন (৬০) ও লাকি বেগম (৫৫ আকবর সরদারের পুত্র আব্দুর রাজ্জাক (৪৫ ) ও নুরুল আমিন সরদার (৪০) এবং নুরুল ইসলামের স্ত্রী আয়েশা খাতুন (৪০) ও তার পুত্র জসিম সরদার (২০)। কালিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রামনগর গ্রামের আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে জামাত আলী সরদারের ছেলে সিরাজুল ইসলাম ও শংকরপুর গ্রামের জব্বার তরফদারের পুত্র শহর আলী ও ভাগ্নে শাকিবের মাধ্যমে আমার পিতা ইকবালের নিকট ৪০ হাজার টাকা চাঁদা চায় ।এছাড়াও বিল্লালের কাছে ৫০ হাজার টাকা দাবি করে । দাবি কৃত উক্ত টাকা না দেওয়ায় প্রতিনিয়ত হত্যার হুমকি দিতে থাকে। পূর্ব পরিকল্পিতভাবে গত শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে জমাত আলী, সিরাজুল ইসলাম, শহর আলী নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী গ্রুপ হাতে দা, লাঠি ,শাবল, অবৈধ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বেধড়ক পিটিয়ে, কুপিয়ে নারী, পুরুষ সহ ৭ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে বন্ধন হাসপাতালের অ্যাম্বুলেন্সের মাধ্যমে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান এখনো পর্যন্ত কোনো অভিযোগ হাতে পায়নি পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply