শাহাদাৎ হোসেন সরকারঃ সাভারের আশুলিয়া থেকে বিকাশের ডিস্ট্রিবিউটর সেলস অফিসার (ডিএসও) সোহেল আরমান (৩১) ২৬ লাখ ৫০ হাজার টাকা নিয়ে পালানোর পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৬ এপ্রিল পটুয়াখালীর কুয়াকাটা থেকে তাকে আটক করা হয়। শনিবার তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পৈরণ করা হয়।
গ্রেপ্তারকৃত সোহেল আরমান আশুলিয়ার পানধোয়া এলাকার বাসিন্দা এবং নাইফা ট্রেড বিডি নামক একটি অথোরাইজড বিকাশ ডিস্ট্রিবিউটরের সেলস অফিসার ছিলেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৭ এপ্রিল সকালে সোহেল তার প্রতিষ্ঠান থেকে ২ লাখ টাকার ইলেকট্রনিক ব্যালেন্স ও ২ লাখ টাকা নগদ নিয়ে বাজারে সার্ভিস দিতে বের হন।
পরে তিনি অফিসে যোগাযোগ করে আরও ২০ লাখ টাকা দাবি করেন, যা তাকে সরবরাহ করা হয়। এছাড়াও তিনি দুই দোকানদারের কাছ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা নেন। মোট ২৬ লাখ ৫০ হাজার টাকা নিয়ে তিনি আত্মগোপনে চলে যান।
ঘটনাটি জানার পর নাইফা ট্রেড বিডি কর্তৃপক্ষ আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।
পুলিশ তদন্ত চালিয়ে পটুয়াখালীর কুয়াকাটা থেকে সোহেলকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ২ লাখ ২৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট টাকা উদ্ধার ও জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পৈরন করা হয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
Leave a Reply