মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলার হাকিমপুর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এক সফল অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ জন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে। ২০২৫ সালের ২৫ এপ্রিল রাত আনুমানিক ৪টা ৪৫ মিনিটে হাকিমপুর থানাধীন পৌরসভাস্থ বাসুদেবপুর বিজিবি ক্যাম্প থেকে প্রায় আধা কিলোমিটার উত্তরে, আপ্তইর মৌজাস্থ হাকিমপুর-বিরামপুরগামী পাঁকা সড়কে একটি কালভার্ট ব্রিজের পশ্চিম পাশে ওঁত পেতে থাকা ডাকাত দলটির ওপর অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কিছু ডাকাত পালিয়ে গেলেও ৭ জনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা সম্ভব হয়। ১। মোঃ গোলাপ ওরফে দুখু (২৯), পিতা- মৃত আকবর মুন্সি, সাং- সিপি মুন্সিপাড়া ২। মোঃ সানি (২৩), পিতা- ভুট্টু মুন্সি, সাং- সিপি মুন্সিপাড়া ৩। মোঃ সাজু (২৭), পিতা- সিরাজুল, সাং- মধ্য বাসুদেবপুর ৪। মোঃ আলম (৩২), পিতা- মৃত ইসার উদ্দিন, সাং- মধ্য বাসুদেবপুর (রাজধানী মোড়) ৫। মোঃ বাবু মিয়া (২৫), পিতা- মৃত ইসার উদ্দিন, সাং- মধ্য বাসুদেবপুর (রাজধানী মোড়) ৬। মোঃ জনি (২৮), পিতা- মৃত রহমত আলী, সাং- মধ্য বাসুদেবপুর সর্বথানা ৭। মোঃ বাপ্পি (২৮), পিতা- ইদুল, সাং- মধ্য বাসুদেবপুর সর্বথানা, হাকিমপুর, দিনাজপুর। তাদের কাছ থেকে উদ্ধার করা দেশীয় অস্ত্র। ১টি ছুরি ২টি হাসুয়া ১টি লোহার চারসুতি রড ১টি চাইনিজ কুড়াল ৪ টুকরা হালকা নীল রঙের নাইলনের রশি ১টি লাল-সবুজ-কালো রঙের গামছা ১টি সাদা-লাল-কালো রঙের পুরাতন গামছার টুকরা ১টি লাল রঙের পুরাতন টি-শার্টের অংশ ১টি লাল-নীল-সাদা চেকযুক্ত পুরাতন হাফহাতা টি-শার্ট ২টি কাটার ১টি বড় ত্রিপল গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাকিমপুর থানায় ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে। পুলিশের তথ্যমতে, ধৃত ব্যক্তিদের প্রত্যেকের বিরুদ্ধে পূর্বে একাধিক চুরি, দস্যুতা ও মাদক সংশ্লিষ্ট মামলা রয়েছে।
Leave a Reply