আর এ লায়ন সরকার, নরসিংদী: নরসিংদীর মাধবদী থানাধীন বালুচর এলাকায় ২৩০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজের সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার মো. আবু হুর-এর নিকট চাঁদা দাবির অভিযোগ উঠেছে। পাওয়ার চায়না ফুজিয়ান ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড-এর হয়ে প্রকল্পে কাজ করা এই প্রকৌশলী জানান, অভিযুক্ত মো. সুমন কাজী (৪০) গং ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। বলেন আমরা বিএনপির লোক আমাদেরকে চাঁদা দিতে হবে ।
আবু হুর জানান, তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। সর্বশেষ ২১ এপ্রিল ২০২৫ তারিখ বিকেল ৫টার দিকে অভিযুক্তরা কাজের সাইটে এসে পুনরায় চাঁদা দাবি করে এবং না দেওয়ার কারণে তার শার্টের কলার ধরে টানাহেঁচড়া করে লাঞ্ছিত করে। আশপাশের লোকজন এগিয়ে এসে পরিস্থিতি সামাল দিলে তারা হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। অভিযুক্তরা জানিয়ে যায়—চাঁদা না দিলে তারা কাজ করতে দেবে না, এমনকি শ্রমিকদের প্রাণনাশের হুমকিও দেয়।
সাইট ইঞ্জিনিয়ার আরও জানান, উক্ত সঞ্চালন লাইনের কাজটি জেলা প্রশাসকের অনুমোদনক্রমে পরিচালিত হচ্ছে এবং প্রশাসনিক সহায়তার জন্য সরকারি নির্দেশনাও রয়েছে। তারপরও স্থানীয় চাঁদাবাজদের এমন কর্মকাণ্ডে সরকারী প্রকল্প বাধাগ্রস্ত হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
এই বিষয়ে মাধবদী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। স্থানীয় প্রশাসনের প্রতি সাইট ইঞ্জিনিয়ারের দাবি, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিদ্যুৎ সঞ্চালন লাইনের মত গুরুত্বপূর্ণ প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে মাধবদী এলাকার একাধিক বিএনপি নেতার সাথে যোগাযোগ করলে অনেকেই মুখ খোলেননি দায়িত্বশীল ২-৩ জনে বলেছে ৫ তারিখের পরে সেদিন ।
Leave a Reply