1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বগুড়ায় চাপাতি ও নগদ ১৪ হাজার টাকাসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বগুড়া শেরপুরে ইজিবাইক,একটি সিএনজি উদ্ধার আন্তর্জ জেলা চোরচক্রের ৪ সদস্য গ্রেফতার। পাঁচবিবিতে হাজী সম্মেলন অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে গাঁজাসহ ট্রাকের চালক-হেলপার গ্রেপ্তার মুহাম্মদ নজরুল ইসলামের দলবদল ও সোনা পাচারের অভিযোগের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ডুমুরিয়া শোলমারি সুইচগেট ও ভরাট নদী পরিদর্শন করেন খুলনা জেলা প্রশাসক। উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী কোর্ট বাজার এর অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কোর্টবাজার আল ফারুক ইনস্টিটিউট এর বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও অভিবাবক সমাবেশ সম্পন্ন হয়েছে। বিরল ধর্মপুর বিশেষ অভিযানে বিজিবি কর্তৃক ইয়াবা ট্যাবলেটসহ আসামী আটক। দৌলতপুরে মাদকের মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। সোনারগাঁও উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্ভোধন ও মিলাদ অনুষ্ঠিত । কুয়েটে উপাচার্য ও উপ উপাচার্যেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন।

বগুড়ায় চাপাতি ও নগদ ১৪ হাজার টাকাসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৭ দেখেছেন

বায়েজিদ হোসেন, বিশেষ প্রতিনিধি, বগুড়া: বগুড়া শহরের চকফরিদ কলোনি এর সামনে হতে, যমুনা গ্যাস সিলিন্ডারের ডিলারশিপ মোছাঃ আম্বিয়া খাতুন এর ম্যানেজার মোঃ তারেক কে কতিপয় অজ্ঞাতনামা ছিনতাইকারীরা উপর্যুপরি ছুরিকাঘাত করে তার ব্যাগে থাকা নগত ৯,১৬,০০০/- টাকা ছিনতাই হয় এ ঘটনা বাদি অভিযোগ করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে অজ্ঞাত নামা আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানার মামলা নং-৫৬, তাং-২২/১২/২০২৪ ধারা – ৩৯৪ দঃ বিঃ রজু হয়। উক্ত বিষয়ে শহরে চাঞ্চল্য সৃষ্টি হলে জেলা গোয়েন্দা শাখা তদন্তের ভিত্তিতে গত বৃহস্পতিবার ২৪ এপ্রিল ডিবির একটি টিম শহরের কলোনি বটতলা এলাকায় উক্ত ছিনতাইয়ের মুল হোতা আরিফ শেখ (৩২), পিতা আজিজ শেখ, সাং লতিফপুর মধ্যপাড়া, শাহজাহানপুর, তার পরিহিত প্যান্টের কোমরের পিছনে বিশেষ ভাবে রাখা আনুমানিক ১৫ ইঞ্চি লম্বা ধারালো চাপাতিসহ আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন দিবাগত রাতে ছিনতাইয়ে সাথে জড়িত অপর দু’জন আসামী চকফরিদ কলোনির আব্দুল খালেক বাদলের ছেলে তারিকুল ইসলাম তারেক (৩১) ও একই উপজেলার শাহজাহানপুরের গণ্ডগ্রামের খোরশেদ আলম বুদুর ছেলে মোঃ জাহিদকে সদর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় ও তাদের নিকট থেকে ছিনতাইকৃত নগদ ১৪,০০০/- টাকা উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে হত্যা ছিনতাই মারামারিসহ একাধিক মামলা বিজ্ঞ আদালতে চলমান আছে। প্রাথমিকভাবে আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। ছিনতাই কাজে ব্যবহারিত দেশিও অস্ত্র উদ্ধার, ছিনতাইকৃত অবশিষ্ট টাকা উদ্ধারসহ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার করার চেষ্টা চলছে। গ্রেফতারকৃত আসামি আরিফ শেখের বিরুদ্ধে অস্ত্র আইনে আলাদা মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com