জামান ভূঁইয়া: গত ২৪ এপ্রিল বৃহস্পতিবার বিকেল চারটার সময় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে কাঁচপুর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে , কাঁচপুর ব্রিজের নিচে নদী রক্ষার জন্য এক প্রতিবাদ সভা এবং বানব বন্ধনের আয়োজন করে । ” বাংলা দেশ নদী বাঁচাও আন্দোলন ” এবং ” পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি ” এর যৌথ আয়োজনে এই প্রতিবাদ সভা এবং বানব বন্ধনের আয়োজন করা হয় । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন , ” পরিবেশ রক্ষা ও উন্নয়ন ” এর সম্মানিত সভাপতি মোঃ হোসাইন । এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , ” বাংলা দেশ নদী বাঁচাও আন্দোলন ” এর নারায়ণগঞ্জ জেলা কমিটির সম্মানিত সভাপতি কবি সাংবাদিক জামান ভূঁইয়া , সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল খায়ের মুন্সী । আরো উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সিনিয়র সহ- সভাপতি আব্দুল্লাহ আল মামুন , সমাজ সেবক মোশারফ হোসন সহ প্রায় দেড় শতাধিক নদী প্রেমী নদী যোদ্ধা ।
দেশের সকল নদী দূষণ মুক্ত এবং দখল মুক্ত করার জন্য আমরা দীর্ঘ দিন যাবৎ কাজ করে আসছি । কিন্তু ; দেশের কিছু অসাধু ব্যক্তি এবং সরকারি লোকজনের কারণেই সঠিক ভাবে নদী গুলোর উন্নয়নে বাঁধার সৃষ্টি হয় । দেশের সকল শ্রেণীর পেশাজীবী মানুষ এবং সরকারের যদি স্বদিচ্ছা থাকে তাহলে , সকল নদীকে অবৈধ দখল এবং দূষণ মুক্ত করা সম্ভব বলেন , বাংলা দেশ নদী বাঁচাও আন্দোলন এর সভাপতি কবি সাংবাদিক জামান ভূঁইয়া । অন্য সকল নদী প্রেমী নদী যোদ্ধাগন বলেন , আমরা নদীকে ভালোবাসি মা’য়ের মতো । নদীমাতৃক আমদের এই বাংলা দেশ । নদী বাঁচলে বাংলা দেশ বাঁচবে । তাই আসুন সবাই মিলে নদী বাঁচাতে এক সাথে কাজ করি ।
Leave a Reply