মোঃ শাহিদুল ইসলাম, ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের ফুলসুতি গ্রামের শারীরিকভাবে অক্ষম এবং হতদরিদ্র শাহালম মাতুব্বর(৪৫) এর পাশে দাড়ান নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার কাফি বিন কবির। শাহালম মাতুববর এর দুর্দশার খবর জানতে পারে এবং বিকলাঙ্গ শাহালম মাতুব্বর সাথে যোগাযোগ করেন এবং তাকে সাহায্য দেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে বিকলাঙ্গ শাহালম মাতুব্বর কে ১ টি হুইল চেয়ার, ঘরের জন্য ৩ বান টিন, ৩ টি কম্বল, ১ বস্তা চাল প্রদান করেন। তিনি তাকে একটি প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দেন এবং পরবর্তীতে তাকে সকল সুবিধা প্রদানে আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাজী নেমেরী, উপজেলা কৃষি অফিসার তিলোক কুমার ঘোষ সহ আরও অনেকে।ইউএনও কাছ থেকে এসকল উপহার সমগ্রী পেয়ে আবেগাআপ্লুত হয়ে পরেন শাহালম মাতুব্বর।
Leave a Reply