মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার অটোবাইক অটোটেম্পু মালিক শ্রমিকদের একমাত্র সংগঠন বিরামপুর অটোবাইক অটোটেম্পু মালিক শ্রমিক সমবায় সমিতি লিঃ এর নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে পৌর শহরের ঢাকা মোড়ে মিজান মার্কেট চত্বরে সংগঠনের মালিক শ্রমিকদের নিয়ে কমিটি গঠনের লক্ষ্যে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি: নং- ১১৬৭) এর বিরামপুর উপজেলা শাখার সাবেক সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে আয়োজিত বিশেষ সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে সভাপতি পদে শাহ্ আলম মন্ডল, সাধারণ সম্পাদক পদে বেলাল হোসেন বাপ্পী ও কোষাধ্যক্ষ পদে সামসুল আলম হেলালকে নির্বাচিত করা হয়। কমিটিতে বিভিন্ন স্ট্যন্ড কমিটির প্রতিনিধি হিসেবে এনামুল হক ইমু, আবু তাহের, আওলাদ হোসেন, নজরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন ও ওমর আলীকে নির্বাচিত করা হয়। পাশাপাশি কমিটির উপদেষ্টা হিসেবে এমদাদুল হক, এ্যাডভোকেট মিঞা শিরন আলম, আলী হোসেন, শাহজাহান আলী, ইমন সরকার ও রায়হান কবির জনীর নাম ঘোষণা করা হয়। পরে উৎসবমুখর পরিবেশে নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন সংগঠনের মালিক শ্রমিকেরা।
Leave a Reply