মল্লিক জামাল: বরগুনার তালতলীতে স্বাস্থ্য সেবার মান উন্নয়ন ও জেলায় চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর রোডে তালতলী প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ মানববন্ধনে উপজেলার প্রায় ৫ শতাধিক মানুষ অংশগ্রহ করেন। তালতলী প্রেসক্লাবের সভাপতি মো.খাইরুল ইসলামের সভাপত্বিতে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র আহবায়ক শহিদুল হক, সাবেক আহবায়ক ফরহাদ হোসেন আক্কাস মৃধা, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক্ উপজেলা যুবদলের যুগ্ন- আহব্বায়ক আতিকুর রহমান অসিম, সদস্য সচিব মিয়া রিয়াজুল ইসলাম, সাবেক ভাইস-চেয়ারম্যান খলিলুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো.আবুবকর ছিদ্দিক, সদস্য শাহীন আলম, শিক্ষক মো.ফয়সাল আহম্মেদ ও ছাত্র প্রতিনিধি বশির উদ্দিন প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক ফোরামের সম্পাদক রাশেদুল ইসলাম, টেলিভিশন ফোরামের সম্পাদক জলিলুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শাহদাৎ হোসেন, সম্পাদক মো. নাঈম ইসলাম, রির্পোটার্স ইউনিটির সভাপতি কে. এম রিয়াজুল ইসলাম প্রমুখ।
এসময় এ সময় বক্তারা বলেন, বঙ্গোপসাগর তীরবর্তী নদীবেষ্টিত দুর্গম জনপদের জেলা বরগুনা। এ জেলার তালতলী উপজেলায় প্রায় ৪ লাখ মানুষের বসবাস করেন। যার বড় একটি অংশ মৎস্য ও কৃষি পেশার সাথে সম্পৃক্ত। বিগত সরকারের সময়ে এ উপজেলার মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির অধিকার কখনোই পূরণ হয়নি। সাধারণ স্বাস্থ্যসেবাসহ বিশেষায়িত স্বাস্থ্যসেবা একচেটিয়া রাজধানী শহর ঢাকাসহ অন্যান্য জেলা কেন্দ্রিক গড়ে ওঠায় এখন পর্যন্ত সেবাবৈষম্য অব্যাহত রয়েছে এখানকার মানুষের। প্রতিনিয়ত ঝড়-জলোচ্ছ্বাস আর নদীভাঙ্গনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হচ্ছে লাখো মানুষের। তাই এ উপজেলার আপামর জনসাধারণের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ ও উপস্থিতি থাকা নিশ্চিত করতে হবে। হাসপাতালের ডাক্তার প্রেষণে অন্য কোথাও পদায়ন না করা। হাসপাতালের ইনডোর আউটডোর সেবার মানোন্নয়ন, সকাল ধরনের ঔষধ ও অন্যান্য উপকরণ সরবরাহ নিশ্চিত করা, খাবার মান উন্নত, বন্ধ হয়ে যাওয়া এম্বুলেন্স সেবা পূনরায় চালু এবং এক্সরে মেশিন চালু করা। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ডাক্তার ও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিয়োগ, জরাজীর্ণ কমিউনিটি ক্লিনিকগুলো মেরামত ও সিএইচসিপি নিয়োগ, ইপিআই কার্যক্রম তদারকি করা। খালি থাকা ব্লকে পরিবার পরিকল্পনা পরিদর্শক ও সহকারী, স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী নিয়োগ, যথাযথ সময়ে সকল টিকা মজুদ করতে হবে। সেনেটারী পরিদর্শকের কার্যক্রম জোরদার করতে হবে। উপজেলা হাসপাতালের বিভিন্ন শূন্য পদগুলো দ্রুত পূরণ করা ও সকল ফার্মেসী, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক পরিদর্শন করে লাইসেন্স বিহীন ও টেকনিশিয়ান বিহীন প্রতিষ্ঠান বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানাচ্ছি।
এদিকে তালতলী ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ১১৪টি পদ থাকার কথা থাকলেও ১০২টি পদ খালি রয়েছে। দ্রুত এইসব খালি পদ পূরণ করে এ মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কথা চিন্তা করে ‘চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল’ প্যাকেজের আওতায় এ জেলায় একটি হাসপাতাল স্থাপনের দাবি জানানো হয়।
Leave a Reply