মোঃ কামরুল ইসলাম রানা, রাংগামাটি জেলা প্রতিনিধি: সারা দেশের সাথে একাত্বতা ঘোষনা করে রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (ডিগ্রি পাস) সমমানের স্বীকৃতির দাবিতে আজ ২৬শে এপ্রিল শনিবার মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, তিন বছর ইংলিশ ভার্সনে কঠোর একাডেমিক কোর্স সম্পন্ন করার পর ছয় মাস ইন্টার্নশিপ করেও আমাদের কোর্সকে এখনো এইচএসসি সমমান হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটি সম্পূর্ণ অবিচার ও বৈষম্য বলে উল্লেখ করে তারা বলেন, ‘‘কেনো আমরা এইচএসসি সমমানেই পড়ে থাকব, যেখানে আমাদের পড়াশোনা ও প্রশিক্ষণ উচ্চমানের?’’
মানববন্ধনে বক্তারা স্পষ্টভাবে বলেন, “আমরা কোনো ঝামেলা ছাড়াই আমাদের ডিপ্লোমা কোর্সকে ডিগ্রি সমমান চাই। এটি আমাদের প্রধান ও একমাত্র দাবি। ❝ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করা❞ এখন সময়ের দাবি।”
আন্দোলনকারীরা বলেন- স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল (BNMC) থেকে ১. ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি, 2. ডিপ্লোমা ইন মিডওয়াইফারি দুইটা ডিপ্লোমা কোর্স পরিচালিত হয়।এই দুইটি কোর্সে ভর্তি পরীক্ষার ন্যুনতম যোগ্যতা SSC+ HSC তে GPA ৩+৩=৬ পেয়ে এ দুটি কোর্সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে চান্স পাওয়ার পর এই কোর্স দুইটি কোর্স করতে হয়।৩ বছরের ইংরেজি ভার্সনের ৩ টা তাত্ত্বিক পরীক্ষায় আলাদাভাবে ৬০% মার্কস পেয়ে পাশ করেন একেকজন শিক্ষার্থী। সাথে প্রথম বর্ষ থেকেই ক্রমান্বয়ে সপ্তাহে ২/৩/৪ দিন করে ক্লিনিক্যাল প্র্যাকটিস। তারপর ৬ মাসের ইন্টার্নশিপ। তারপর কম্প্রিহেনসিভ পরীক্ষায় পাশ করে একেকজন সার্টিফাইড নার্স তৈরি হয়। HSC এর পরেও সাড়ে ৩ বছরের নিরলস অধ্যাবসায়ের পরেও শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয় HSC সমমান। এত বড় বৈষম্য অথচ এই মহৎ পেশার মান উন্নোয়নে কারোর মাথাব্যথা নেই। জেলা পর্যায়ে তো বাদই দিলাম, কেন্দ্রীয়ভাবেও কোনো পদক্ষেপ নেওয়া হয়না। ডিপ্লোমা শিক্ষার্থীরা বছরের পর বছর ধরে আন্দোলন করে যাচ্ছে একটা ন্যায্য অধিকার আদায়ে। নতুন সরকার ব্যবস্থাপনা দেখে আমরাও গিয়েছিলাম স্বাস্থ্য উপদেষ্টার কাছে আমাদের দাবী নিয়ে। গত ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আমাদেরকে আশ্বস্ত করা হয় যে আমাদের দাবী মেনে নেওয়া হবে। এই ৭ মাসেও সেই আশ্বাসের ছিটেফোঁটাও দেখা মেলেনি। গত ২১ এপ্রিল, ২০২৫ তারিখ হতে সারাদেশের সকল পর্যায়ের ডিপ্লোমা নার্স ও মিডওয়াইফারিদের এই সম্মিলিত আন্দোলন। ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিলো, কোনো উত্তর না পেয়ে আজ আমাদের বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (BDSNU) এর কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী আজকে সারাদেশে একযোগে সকল ডিপ্লোমা শিক্ষার্থীরা ক্লাস, পরীক্ষা, ক্লিনিক্যাল প্র্যাকটিস বর্জন করলো।
তারই পরিপ্রেক্ষিতে আজ রাঙ্গামাটি নার্সিং ইনস্টিটিউটের সকল সাধারণ শিক্ষার্থী ও ইন্টার্ন নাস একত্রে এই Stay for degree pass course demand নিয়ে শাটডাউন ঘোষণা করলো। আজকের অবস্থান কর্মসূচি ও মানববন্ধনে বক্তৃতা করেন ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ৩য় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস প্রীতি, বর্ষা আক্তার, আব্দুল্লাহ তালুকদার, মোঃ রোকনুজ্জামান ও রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের ইন্টার্ন নার্স সাজিদ আহমাদ।
আন্দোলনকারীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন।
Leave a Reply