মোঃ আইয়ুব আনছারী: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে প্রত্যন্ত সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয় জনসাধারণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতসহ সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক, মানব ও অস্ত্র পাচার প্রতিরোধ এবং আন্তঃ সীমান্ত অপরাধ দমনে প্রশংসনীয়ভাবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৫ এপ্রিল ২০২৫ তারিখ আনুমানিক ০১৩০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ বৈরচুনা বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩৭/এমপি হতে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ১১নং বৈরচুনা ইউনিয়নের গ্রামঃ পাতিলাবিল নামক সীমান্তবর্তী এলাকায় পরিচালিত মাদক বিরোধী বিশেষ অভিযানে বিজিবি টহলদল এর প্রচেষ্টায় মালিকবিহীন অবস্থায় ১৫৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ০১টি মোটরসাইকেল আটক করতে সক্ষম হয় মর্মে জানিয়েছেন বৈরচুনা বিওপি র বিজিবি।
Leave a Reply