নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার প্রতিনিধি কক্সবাজার-৩ ( সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বলেছেন, যারা দখলবাজি করে তারা জাতির শত্রু, সমাজের শত্রু ও পরিবেশের শত্রু। এদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে না পারলে আমাদের সমাজ কলুষিত হবে।
তিনি বলেন, যারা অন্যের হক মেরে জায়গা জমি দখলে নেয়, তারা কখনো সমাজ ও দেশের বন্ধু হতে পারে না।
সাবেক এ সাংসদ সমাজের সব ধরণের দখলবাজদের আইনের আওতায় আনার দাবি জানান।
তিনি বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঈদগাঁও উপজেলার জালালবাদ ও পোকখালী ইউনিয়নে গণসংযোগ করেন। বিএনপি’র সাবেক এ নেতা সারাদিন এ দুই ইউনিয়নে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় এবং তাদের স্বাস্থ্য ও পরিবারের খোঁজ-খবর নেন।
ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান মুসলিম বাজার, মধ্যম পোকখালী আবুল ফজল পাড়া, জালালাবাদের বাহারছড়া, চারা বটতলা, লরাবাক, পশ্চিম ইছাখালী, ইসলামাবাদ ইউনিয়ন ও ডান্ডি বাজারসহ একাধিক এলাকায় স্থানীয় জনসাধারণের সঙ্গে কথা বলেন।
গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত, পোকখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মৌলভী শেখুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য জানে আলম, ঈদগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হারুন অর রশিদ, বিএনপি নেতা আজিজুর রহমান সিকদার, জেলা যুবদল নেতা রোকনুজ্জামান, যুবদলের সাবেক সদস্য সেলিম উল্লাহ সেলিম, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক উমর ফারুক লিটন, ঈদগাঁও উপজেলা যুবদল নেতা মোহাম্মদ কায়েস, বিএনপি নেতা হারুন, পোকখালী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি সেলিম উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম, রমিজ উদ্দিন, সাইফুল ইসলামসহ অনেকে।
ওই সব এলাকায় সাবেক এমপির হঠাৎ উপস্থিতিতে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। অনেকেই তার সঙ্গে স্মৃতিচারণা করেন।
Leave a Reply