মোঃ আশিকুর রহমান রানা, সিলেট জেলা প্রতিনিধি: নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ও কমিশন বাতিল, ভারতে মুসলমানদের নিরাপত্তা ও ওয়াকফ আইন বাতিল এবং ফিলিস্তিন দখলমুক্ত করার উদ্যোগ গ্রহনের উদ্যোগ নেয়ার দাবিতে জাগো মুসলিম পরিষদ বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ জুমা নগরীর আবু তুরাব জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে মানববন্ধনের মিলিত হয়।
আবু তুরাব জামে মসজিদ বন্দরবাজারের ইমাম ও খতিব মুফতি বিলাল উদ্দীনের সভাপতিত্বে এবং মাওলানা সারওয়ার আহমদ ও মুফতি জয়নাল আবেদীনের যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জাগো মুসলিম পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুসাইন আহমদ, সিলেট মহানগরীর সভাপতি মাওলানা জামিল আহমদ, সিনিয়র সভাপতি মুফতি মামুন মুজাহিদ, ২৭ নং ওয়ার্ডের সভাপতি হাফিজ ফাহিম আহমদ, প্রচার সম্পাদক কাজী মাহমুদুল হাসান, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জুবায়ের আহমদ, জহির আহমদ, মাওলানা সালেহ শাহবাগী, মাওলানা মাহবুব, হাফিজ মাওলানা আবদুল করিম, হাফিজ মাহমুদ আহমদ, সাইদুল ইসলাম, সালমান আহমদ, আলামিন আহমদ, কাজী মাহমুদুর রহমান, মো. তানজিদুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের শ্রমিক আইনে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান করা, ইসলামের পারিবারিক উত্তরাধিকার আইনকে নারীদের প্রতি বৈষম্য হিসবে আখ্যা দিয়ে এটির বিলুপ্তি চাওয়াসহ বেশ কিছু ইসলামের সাথে সাংঘর্ষিক প্রস্তাবনা রয়েছে। একটি মুসলিম সংখ্যগরিষ্ঠ দেশে এভাবে সরাসরি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অধিকার কারো নেই। স্বাভাবিক কারণে এ সব ইসলামবিরোধী প্রস্তাবনা কার্যকর দূরের কথা, নারীবিষয়ক এই সংস্কার কমিশনই বাতিল করতে হবে। বক্তারা আরো বলেন, বর্তমানে বিশে^র বিভিন্ন দেশে মুসলমানদের উপর নির্যাতন, নিপীড়ন ও গণহত্যা চলছে। মুসলমানদের জুলুম থেকে রক্ষা করতে বিশ্বের মুসলিম রাষ্ট্রসমূহকে ঐক্যবদ্ধ হতে হবে। বক্তারা ভারতের মুসলমানদের নিরাপত্তা ও ওয়াকফ আইন বাতিল এবং ফিলিস্তিনকে দখলমুক্ত করার উদ্যোগ গ্রহণ করার জোর দাবি জানান।
Leave a Reply