1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের কমিটি গঠন : মশিউর রহমান সভাপতি, জেম হোসাইন সাধারণ সম্পাদক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গোবিন্দগঞ্জে ঐতিহ্যবাহী রাজা বিরাট মদন মোহন জিউ বিগ্রহ মন্দিরে তির্থযাত্রীদের উপচে পড়া ভীর মাতৃ মহিমা ইসলামী আন্দোলন বাংলাদেশ সাদিপুর ইউনিয়ন শাখার সূরার অধিবেশন অনুষ্ঠিত রাজশাহীতে অভিন্ন পারিবারিক আইন নিয়ে মহিলা পরিষদের কর্মশালা অনুষ্ঠিত সুন্দরবনের ১০ কিলোমিটার এলাকায় শিল্প প্রতিষ্ঠান নির্মানে নিষেধাজ্ঞা জারি স্বার্থপর দুনিয়াতে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসার নাম ‘মা’ বদলগাছী ছোট যমুনা নদীর দখল ও দূষণ পরিদর্শন করলেন জাতীয় নদী রক্ষা কমিশন কুয়েটের ৩৭ শিক্ষার্থীকে শোকজ, ষষ্ঠ দিনেও ক্লাসে ফেরেননি শিক্ষকর গোমস্তাপুরে ডালিম নামে এক মাদ্রাসা ছাত্রের রহস্য জনক মৃত্যু ক্ষুদ্র ব্যবসায়ী মৃত নিপেশ তালুকদার এর পরিবারকে  এলাকাবাসীর সহযোগিতায় নগদ এক লক্ষ টাকা প্রধান

চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের কমিটি গঠন : মশিউর রহমান সভাপতি, জেম হোসাইন সাধারণ সম্পাদক

  • আপডেট সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২২ দেখেছেন

মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্ঠামণ্ডলীর অনুমতিক্রমে ও পরামর্শকদের সমন্বয় এবং সদস্যদের মতামতের ভিত্তিতে উক্ত কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ মশিউর রহমান , সাধারণ সম্পাদক জেম হোসাইন ,সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা,অর্থ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ আংশিক কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি মসিউর রহমান বলেন, চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন (CBDF) ২০২৫-২৬ কেন্দ্রীয় কমিটিতে আমাকে সভাপতির দায়িত্ব দেয়ার জন্য সংগঠনের সম্মানিত পরামর্শক এবং উপদেষ্টা কমিটিকে আমার মনের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।২০২২সালে অল্পসংখ্যক স্বেচ্ছাসবী নিয়ে আমরা আমাদের সংগঠনের কার্যক্রম শুরু করি। এখন পর্যন্ত আমরা দেশব্যাপী ৬ হাজার ১২৫ব্যাগ রক্ত দান করেছি। সংগঠনটি নিরলস আর নিঃস্বার্থভাবে কাজ করে আসছে। এখন আমাদের কার্যক্রমের সাথে বিভিন্ন কারণে-অকারণে জড়িত নেই, তাদের প্রতিও আমি অত্যন্ত সম্মান আর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুন, আমিন।

তিনি আরো বলেন, দানের পাশাপাশি আমরা স্বেচ্ছায় রক্তদান, শীতবস্ত্র বিতরণ, যেকোনো দুর্যোগে তাৎক্ষণিক মোকাবেলা, রমজানে এতিমদের সাথে ইফতার আয়োজন, ত্রাণসামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করি। কমিটির নবনির্বাচিত সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন প্রকাশ করছি। আগামী এক বছরকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে নিরলসভাবে স্বেচ্ছাসবী হিসেবে কাজ করতে পারি।

এছাড়াও নতুন কমিটির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com