মোঃ ওয়াহিদ খান: কেরানীগঞ্জ উপজেলা প্রতিনিধি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ গার্মেন্টস পল্লী এলাকা থেকে এক নারীর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে মাকসুদা গার্ডেন সিটি মার্কেটের সামনে পড়ে থাকা একটি বস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা চলাচলের সময় বস্তার ভেতর থেকে পচা দুর্গন্ধ পেয়ে সন্দেহ থেকে বস্তাটি খুলে পায়ের অংশ দেখতে পেয়ে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে এবং সেটি খুলে খণ্ডিত মরদেহ দেখতে পায়।
প্রত্যক্ষদর্শী গার্মেন্টস পল্লি এলাকার ব্যবসায়ী রাকিব হোসেন বলেন, “রাতে মার্কেটের মাকসুদা গার্ডেন সিটি মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় বস্তাটি পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরবর্তীতে বস্তাটি খুলে দেখতে গিয়ে দেখি ভেতরে একটি মানুষের শরীরের কাটা অংশ। সাথে সাথে আশপাশে জড় হওয়া লোকজনের মাঝে উৎকণ্ঠা সৃষ্টি হলে তখন পুলিশকে কল করা হয়।”
এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত ও নিরাপত্তা কার্যক্রমে যুক্ত হয়েছে।
পুলিশের বলছে মরদেহটি একজন নারীর। তাকে অন্য কোথাও হত্যা করে ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে। মরদেহের বিভিন্ন অংশ খণ্ডিত অবস্থায় ছিল, যা নৃশংস হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়। তবে নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায় নি বলে জানায় পুলিশ
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, মরদেহটি একজন নারীর। ধারনা করা হচ্ছে ধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যা করে ফেলে রেখে গেছে খুনিরা। তিনি আরও বলেন, শুধু বডির অংশটি এখানে বস্তাবন্দী পাওয়া গেছে তাই ধারণা করছি মাথা ও অন্যান্য অংশ হয়তো অন্য কোথাও ফেলা হয়েছে। পুলিশ মরদেহটির পরিচয় শনাক্তে কাজ করছে এবং আশপাশে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে কারা এ বস্তাটি এখানে ফেলে রেখে গেছে তা শনাক্তের চেষ্টা করছে। ময়নাতদন্তের পর রিপোর্ট হাতে পেলে প্রকৃত কারণ আরও পরিষ্কার হবে বলেও জানান তিনি।
Leave a Reply