কাইয়ূম শরীফ, মুকসুদপুর: গোপালগঞ্জের “কাশবন সাহিত্য পত্রিকা”র আয়োজনে “কাশবন সাহিত্য পত্রিকা’র” পক্ষ থেকে পুরস্কিত হলেন সাবরিনা বিনতে আহমেদ। শুক্রবার ২৫ এপ্রিল বিকাল সাড়ে ৩টায় গোপালগঞ্জ পৌর অডিটোরিয়াম গোপালগঞ্জের “কাশবন সাহিত্য পত্রিকা”র আয়োজনে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কাশবন সাহিত্য পত্রিকা”র সম্পাদক কবি মিন্টু হকের সভাপতিত্বে এবং সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড: তারিক মনজুর। স্বাগতম বক্তব্য রাখেন কাশিয়ানী পিংগুলিয়া মাদ্রাসার শিক্ষক কবি সুলতানুল আলম খান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা ফিটস ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি লেখক- সম্পাদক ড: গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজের অধ্যাপক কবি আকমল হোসেন খোকন,কাশিয়ানী জয়নগর ইয়ার আলী খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রণব কুমার রায়, জে কে পলিম্যার ইন্ড্রাস্টিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো: কামরুজ্জামান সিকদার, এস,এম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়
এর সাবেক প্রধান শিক্ষক সুমাইয়া খানম।
গোপালগঞ্জ “কাশবন সাহিত্য পত্রিকা পুরস্কার- ২০২৪” এর বাংলা কবিতা/গবেষণা ও সাহিত্যিক রচনা/কথাসাহিত্য
/ভ্রমনসাহিত্য/নারী শিক্ষা,
নারী প্রগতি ও সমাজশৃঙ্খলা
/প্রকাশনা/পত্রিকার সম্পাদনা ও সাহিত্য রচনা/ মানবিক সাংগঠনিক দক্ষতা/পঞ্চকবির গান ও বিশুদ্ধ সংগীত চর্চা/শিক্ষা ও গবেষনায় অবদানে রাখায় প্রতিবছরের ন্যায় ২০২৪ সালে বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞ বিচারকমন্ডলী ১৯জন ব্যক্তিকে নির্বাচিত করেছেন।
নারী শিক্ষা,নারীপ্রগতি ও সমাজ-শৃঙ্খলা গবেষনায় অবদান রাখায় বিশিষ্ট লেখক,গবেষক,কোরমাস্টার
ট্রেইনার (USAID) ও সার্টিফাইড ফেলো (USAID), ইনভারসিটি সাউথ এশিয়ার শিক্ষক এবং দৈনিক জনকন্ঠ পত্রিকা”র উপদেষ্টা সাবরিনা বিনতে আহমেদ বিজ্ঞ বিচারকমন্ডলী কর্তৃক মনোনীত হওয়ায় অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড: তারিক মনজুর তাকে পুরস্কার তুলে দেন।
জনকন্ঠের উপদেষ্টা সাবরিনা বিনতে আহমেদ “কাশবন সাহিত্য পত্রিকা”র পুরস্কার অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply