সালমান রহমান: মাদারীপুরের শিবচরে গলাকাটা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। বৃহস্পতিবার(২৪ এপ্রিল) সকালে উপজেলার কাদিরপুর ইউনিয়নের প্রেমতলা ব্রীজ এলাকা থেকে কামরুল চোকদার (২৪) নামে এক যুককের গলাকাটা একটি লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা।
পুলিশ ও প্রত্যক্ষদোষীরা জানান,বৃহস্পতিবার সকালে পথচারীরা ওই ব্রীজের নির্জন রাস্তা দিয়ে যাওয়ার পথে একটি ঝোপ ধারে ওই যুবকের মরদেহ ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখে।লাশটির শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের কাটা দাগ রয়েছে। এর পর বিষয়টি এলাকাবাসী জানতে পেরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
নিহত কামরুলের বাড়ী পাশের শরীয়তপুর জেলার জাজিরা থানার বিকেনগর ইউনিয়নের দাদন চোকদারের ছেলে।
নিহতের বাবার অভিযোগ গত বুধবার রাতে পাওনা টাকা নিতে কারা যেন কামরুলকে ডেকে নিয়ে যায়।এর পর সারা রাতে খোঁজাখুঁজি খরেও ছেলেকে পাইনি। বৃহস্পতিবার সকালে ছেলেকে পাইলাম গলাকাটা লাশ হিসাবে।
নিহতের ফুফুর অভিযোগ ,আমার ভাতিজাকে পাশের আব্দুল সরদারের ছেলে সিয়াম সরদার টাকার জন্য হত্যা করেছে। আমরা লাশের বদলে লাশ চাই। এসময় নিতহের পরিবারেরা খুনিদের ফাঁশির দাবী করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ রতন শেখ বলেন,আমরা বৃহস্পতিবার সকালে গলাকাটা মরদেহের খবর পেয়ে লাশটি উদ্ধার করি।এর পরে মাদারীপুরে ময়নাতদন্তের জন্য লাশটি পাঠিয়েছি। হত্যাকান্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করা হবে।
Leave a Reply