মোঃ মুজিবুর রহমান, ঠাকুরগাঁ : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে লটারীর মাধ্যমে পৌরসভার রাস্তা সংস্কার কাজের ঠিকাদারী পেলেন উপজেলা আওয়াওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী বিস্ফোরক মামলার পলাতক আসামী রেজওয়ানুল হক বিপ্লব। একজন পলাতক আসামী পৌরসভার উন্নয়ন কাজের টেন্ডারে কিভাবে অংশ নিলেন এবং পেয়েও গেলেন এ প্রশ্ন বৈষম্য বিরোধী ছাত্র-জনতার। এ বিষয়ে পৌর প্রশাসনের পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। পীরগঞ্জ পৌরসভা সুত্রে জানা যায়, পৌরসভার বার্ষিক উন্নয়ন তহবিল থেকে এবার পৌর শহরের উন্নয়নের জন্য ১৩ টি গ্রুপে টেন্ডার আহবান করা হয় মার্চ মাসের শেষের দিকে। প্রত্যেকটি গ্রুপে ৫৩টি করে সিডিউল জমা পড়ে। টেন্ডারের প্রত্যেকটি গ্রুপেই অংশ নেয় উপজেলা আওয়াওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিস্ফোরক মামলার পলাতক আসামী রেজওয়ানুল হক বিপ্লব। এসব উন্নয়ন কাজের ঠিকাদার নির্বাচনে গত ১৬ এপ্রিল লটারী অনুষ্ঠিত হয়। লটারীতে উপজেলা পরিষদ সড়ক হতে উপজেলা ভুমি অফিসের পাশ দিয়ে রেল লাইন মসজিদ পর্যন্ত পাকা রাস্তা সংস্কারে প্রায় ১২ লাখ টাকার ঠিকাদারী কাজ পান ঐ রেজওয়ানুল হক বিপ্লব। বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হলেও পরবর্তীতে ফাঁস হয়ে যায়। এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। ক্ষোভ দেখা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মাঝে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সিহাব বলেন, রেজওয়ানুল হক বিপ্লবের নেতৃত্বে গত ৪ আগষ্ট পীরগঞ্জে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর বর্বর হামলা চালানো হয়। ককটেল ফাটানো হয়। সেই মামলার পলাতক আসামী রেজওয়ানুল হক বিপ্লব। তিনি কিভাবে পৌরসভার টেন্ডারে অংশ নিলেন এবং কাজও পেয়ে গেলেন তা আমরা বুঝতে পারছিনা। একটি চক্র বিগত স্বৈরাচার সরকারের দোসরদের বিভিন্ন ভাবে পূনর্বাসন করার চেষ্টা করছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তার ঐ ঠিকাদারির লটারী বাতিল করার আহবান জানাচ্ছি। গনমাধ্যমকর্মী মুজিবুর রহমান বলেন, পলাতক আসামীর ট্রেন্ডার কার্যক্রমে অংশ গ্রহন করা এবং কাজ পাওয়ার বিষয়টি জাতির সাথে বেঈমানী করার শামিল। পৌর কতৃপক্ষ বিষয়টি আমলে নিবেন নিশ্চয়ই। এ বিষয়ে পৌরসভার উপ সহকারী প্রকৌশলী শাহজাহান বলেন, তার জানা মতে বিএনপির লোকজন বিপ্লবের লাইসেন্স দিয়ে সিডিউল কিনেছেন এবং জমা করেছেন। তিনি নিষেধ করেছিলেন, তারা শুনেননি। অভিযোগ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া বলেন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের লাইসেন্স দিয়ে বিএনপির কেউ সিডিউল নিয়েছেন তা তিনি জানেন না। তাছাড়া ঐ নেতাতো পলাতক। তিনি কিভাবে টেন্ডারে অংশ নিলেন এ প্রশ্ন তারও। পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা ও ককটেল বিস্ফোরণ মামলা আসামী রেজওয়ানুল হক বিপ্লব পলাতক রয়েছেন। তিনি পৌরসভার টেন্ডার কাজে অংশ নিয়েছেন এটা তিনি জানেন না। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান বলেন, বিষয়টি তার জানা নাই। খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।
Leave a Reply