মোঃ মোস্তফা আলী, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক ও আরোহী সুমন (১৮) ও আজিমুদ্দীন আজিম (১৮) নামে কলেজ পড়ুয়া দু’জন ছাত্রের মৃত্যু হয়েছে। এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটে বুধবার দুপুরে নওগাঁর পোরশা থানাধীন নিতপুর টু সরাইগাছী সড়কের নিতপুর ব্রীজের পাশে এলাকায়। নিহত দু’জন হলেন, কড়িদহ ভোকেশনাল ইন্সটিটিউটের শিক্ষার্থী বলে জানা যায়। স্থানীয়রা জানান, একই মোটরসাইকেল নিয়ে সুমন ও আজিম তারা দু’জন নীতপুর বাজার অভিমুখে যাওয়ার পথে ঘটনাস্থলে ট্রাক্টরের সাথে সংঘর্ষ হলে দু’জনই গুরুতর আহত হয়। স্থানিয়রা তাদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ কমপ্লেক্স নিয়েগেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল (রামেক) কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহীতে নেওয়ার পথে সুমনের অবস্থা খারাপ হলে তাকে নাচোল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আজিমকে রাজশাহী হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টারদিকে আজিমের মৃত্যু হয়।
সত্যতা নিশ্চিত করে পোরশা থানার অফিসার ইনচার্জ আবুবকর সিদ্দিক বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং তাদের অনুরোধে লাশ ময়না তদন্ত ছাড়ায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
Leave a Reply