মোঃ আশিকুর রহমান রানা,(সিলেট জেলা প্রতিনিধি): সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডঃ মোঃ সামিউল আহসান তালুকদার বলেছেন, প্রবাসী বাংলাদেশিরা তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অনন্য ভূমিকা রেখে চলেছেন। দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে প্রবাসীদের সবচেয়ে বেশী অবদান রয়েছে।
তিনি আরও বলেন, প্রবাসীরা বৈশ্বিক অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ শক্তি। দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়া এই মানুষগুলো শুধু অর্থনৈতিক সমৃদ্ধির জন্যই নয়, সাংস্কৃতিক ও সামাজিক যোগাযোগের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন রচনা করেছেন। তাদের অবদান কেবল অর্থ পাঠানোর মধ্যে সীমাবদ্ধ নয়; তারা বিভিন্ন দেশে বাংলাদেশের পরিচিতি বাড়াতেও ভূমিকা রাখছেন।
২৩ এপ্রিল রাত ৮টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে সুরমা ভাসিয়া টিভির ডিরেক্টর হাসান হাফিজুর রহমান টিপুর যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সুরমা বাসিয়া টিভির চেয়ারম্যান মইনুল হক এর সভাপতিত্বে ও সম্পাদক আশিকুর রহমান রানার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুরমা বাঁশিয়া টিভির উপদেষ্টা ও দয়ামির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইস টি এম ফকরুদ্দিন, সুরমা বাঁশিয়া টিভির উপদেষ্টা ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক খছরুজ্জামান খছরু, সিলেট ব্যবসায়ী ঐক্য কল্যাণ সমিতির সহ-সভাপতি ও দরগা ব্যবসায়ী সমিতির সভাপতি মুফতি নিহাল আহমদ, সুরমা বাসিয়া টিভির উপদেষ্টা আব্দুল মতিন মেম্বার, সোসাইটি অফ জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলা সভাপতি ও আধুনিক বাংলা টিভির সম্পাদক সম্পাদক বাবুল খান মুন্না, সোসাইটি অফ জাতীয় কমিশনের সাধারণ সম্পাদক শাহান উদ্দিন নাজু, সংগঠক হাসান রাজা, লোক সাহিত্য পরিষদের সহ সভাপতি আসাদুজ্জামান নূর আসাদ, সংগঠক নজরুল ইসলাম, সংগঠক আব্দুল মান্নান রিপন, অগ্রগামী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আবুল কালাম রণু, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলার সহ-সভাপতি ফখরুজ্জামান ওয়াসিম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ফয়েজ আহমদ, সুরমা বাঁসীয়া টিভি ডিরেক্টর আমিনুর নুর রহমান আমিন, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সহ সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ সারজন, সমাজসেবক সাইদুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলার প্রচার সম্পাদক আব্দুল কাদের রাজু। স্বাগত বক্তব্য রাখেন বাসিয়া টিভির ডিরেক্টর সৈয়দ মোফাজ্জল করিম, সংগঠক হুসাইন আহমদ পবেল।
এসময় উপস্থিত ছিলেন সংগঠক এস এম পলাশ, সিলেট দরগা ব্যবসায়িক কল্যাণ সমিতির সদস্য তানিমুল ইসলাম তামিল, মিনহাজ শামসি, সাইদুল ইসলাম, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলা দপ্তর সম্পাদক নাজির হোসেন, সমাজসেবক রিপন আহমদ, সংগঠক সেলিম আহমুদ। এছাড়াও সুরমা বাসিয়া টিভি ও বিভিন্ন জাতীয় ও দৈনিক পত্রিকার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Leave a Reply