দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মোগরপাড়া বারুনীর ঐতিহাসিক বিষ্ণু মন্দিরের জমি রক্ষা ও সংরক্ষণের দাবিতে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অভিযোগ উঠেছে, মন্দির সংলগ্ন এলাকায় অবৈধভাবে টয়লেট নির্মাণ করা হচ্ছে এবং নিয়মিতভাবে আবর্জনা ফেলে ধর্মীয় পরিবেশ নষ্ট করা হচ্ছে।
স্থানীয়রা জানান, মন্দিরে যাওয়ার একমাত্র রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও তেমন কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
একজন হিন্দু ধর্মাবলম্বী বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে পূজা করতে চাই। কিন্তু মন্দিরের পবিত্রতা নষ্ট হওয়ায় আমাদের ধর্মীয় অধিকার ক্ষুন্ন হচ্ছে।”
এই বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Leave a Reply