বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি: চলতি ২০২৪-২৫ অর্থ বছরে আউশ ধানের আবাদ বৃদ্ধি ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
২৩ এপ্রিল সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রণোদনা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহ।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার পৌরসভা ও ৯টি ইউনিয়নের ৩০০ জন কৃষক-কৃষানীর প্রত্যেককে ৫ কেজি উফশী ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ ও বীজ সংরক্ষণ কর্মকর্তা তপন কান্তি দে, উপসহকারী কৃষি কর্মকর্তা সৌমিত্র দে, শিবু কান্তি নাথ, লক্ষণ কুমার কারন, ফরিদুল আলম, জয়নাল আবেদীন, সুপ্রিয়া চৌধুরী ও মঞ্জুর মোর্শেদ।
Leave a Reply