নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কুপিয়ে জখম করে এক ব্যবসায়ীর ৫ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গত ১৮ মার্চ বিকেল পাঁচটার দিকে উপজেলার কলম ইউনিয়নের কলম বাজার এলাকায় এঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার কলম বাজারে প্রকাশ্য দিবালোকে মোঃ নাইস প্রামাণিক নামে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে তার কাছ থেকে ৫ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
অভিযোগের পেক্ষিতে গোপন সংবাদ এর ভিক্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিক্তিতে ২২ এপ্রিল দিবাগত রাত নয়টার দিকে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত মোঃ করিম, মোঃ আলমগীর ও মোঃ রুবেল কে গ্রেফতার করে সিংড়া থানায় সোপর্দ করে।
যে আটককৃত ব্যক্তিরা শীর্ষ অপরাধীদের তালিকাভুক্ত, তাদের বিরুদ্ধে চাঁদাবাজি,খুন,ডাকাতির মতো বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে।
Leave a Reply